

বিতর্কিত মন্তব্য করার জন্য বারবার শিরোনামে আসনে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। আরও একবার রাজ্যের এক রাজনৈতিক নেতা তাঁর কু বাক্যের শিকার হলেন। সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি ওম প্রকাশ রাজভরকে তিনি এদিন ‘মোষ’ বলে উল্লেখ করেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এদিন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং বলেন, আমরা বহুবার এসবিএসপি নেতার মনোভাব এবং অভ্যাস বদলের চেষ্টা করেছি। যদিও দুর্ভাগ্যবশত তিনি বারবারই মোষের মত নোংরা জায়গায় ফিরে যান।
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে এসবিএসপির জোট প্রসঙ্গেও এদিন তিনি আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, অখিলেশ ঔরংজেবের সংস্কৃতিতে বিশ্বাসী। তিনি এমন একজন মানুষ যিনি ক্ষমতার জন্য নিজের বাবাকে সরিয়ে দিয়েছেন এবং এখন নিজেকে যোগী আদিত্যনাথের থেকে ভালো বলে দাবি করছেন।
মায়াবতী প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, বিএসপি নেত্রী সবসময় টাকার পেছনে দৌড়ে বেড়ান এবং গরীব মানুষের প্রতি তাঁর কোনো সহানুভূতি নেই।
বিজেপি বিধায়ক আরও জানান, নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ দেশের প্রকৃত নেতা এবং দেশের নায়ক। কোনো শক্তিই তাঁদের হারাতে পারবেনা।
সুরেন্দ্র সিং-এর দাবি, এঁদের নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলেছে এবং এইসব বিরোধী নেতারা আসন্ন বিধানসভা নির্বাচনে চূড়ান্ত পরাজয়ের মুখোমুখি হবেন,
এর আগেও একাধিকবার বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং বিভিন্ন বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। দলের পক্ষ থেকে তাঁকে সংযত থাকার নির্দেশ দেওয়া হলেও কোনোকিছুতেই কোনো কাজ হয়নি। তিনি বারবারই বিভিন্ন ইস্যুতে আপত্তিকর মন্তব্য করেই যান।
- with Agency Inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন