

নাগাল্যান্ডে ৬০ আসনের মধ্যে ২০ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। জোট সঙ্গী এনডিপিপি-কে ছেড়ে দিয়েছে ৪০টি আসন।
উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ত্রিপুরাতে ১৬ ফেব্রুয়ারি, মেঘালয় ও নাগাল্যান্ডে ২৭ ফেব্রুয়ারি নির্বাচন। ২ মার্চ ফল ঘোষণা। নাগাল্যান্ডে ক্ষমতায় রয়েছে বিজেপি ও এনডিপিপি-র জোট।
বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, "আমরা মেঘালয়ে ৬০টি আসনে লড়লেও নাগাল্যান্ডে ২০টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করব। জোট সঙ্গী ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টিকে ৪০ টি আসন দেওয়া হয়েছে। আমরা জয়ের জন্য ১০০ শতাংশ আশাবাদী। আর মেঘালয়ের জন্য একটি ট্যাগ লাইনও রাখা হয়েছে। M-পাওয়ার মেঘালয় মানে মোদী পাওয়ার মেঘালয়। সেখানেও ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হবে।"
২০ জনের প্রার্থী তালিকায় রয়েছেন, এইচ. তোভিহোতো আয়েমি (দিমাপুর-১), এন জেকব ঝিমোমি (ঘাসপানি-১), এর. ক্রপল ভিস্তু (দক্ষিণ অঙ্গমি-২), পানজুং জামির (তুলি), ইমকং এল ইমচেন (কোরিডাং), তেমজেন ইমনা আলং (আলংটাকি), কাঝেতো কিনিমি (আকুলুতো), কহুলি সেমা (আতোইঝু), এইচ. খেহোভি (সুরুহোতো), ইয়ানথুঙ্গো পাত্তন (ত্যুই)।
এছাড়া রয়েছেন রেনবনথাং ইজুং (ওহখা), মহনলুমো কিকন (ভাণ্ডারি), পি. পাইওয়াং কন্যাক (তিঝিৎ), কনগাম কন্যাক (ফোমচিং), এর চিয়ং কন্যাক (মন টাউন), এস. পাংন্যু (লনগ্লেং), সেথ্রংকিউ সঙ্গতাম (লংখিম ছাড়ে), বাশংমোংবা চ্যাং (তিউয়েন্সাং সদর-১), এইচ হাইয়িং (নোকলাক) এবং ভি. কাশিহো সঙ্গতম (সেয়োচুং সিতিমি)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন