

এবার বিজেপি (BJP) ও আরএসএস ()-কে একযোগে নিশানা করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav)। বুধবার, পাটনায় এক অনুষ্ঠানে তিনি বলেন, 'কিছু মানুষকে গলায় বেল্ট পরিয়ে তাঁদের গুন্ডামি করতে বলছে বিজেপি - আরএসএস।'
এখানেই থেমে থাকেননি নীতিশ কুমারের জোট সঙ্গী। আরজেডি (RJD) নেতা তেজস্বী এদিন বলেন, 'ভগবান রামকে আমরা বিশ্বাসী করি। তবে যারা ভগবান রাম, কৃষ্ণ এবং হিন্দু ধর্ম নিয়ে জ্ঞান দিচ্ছেন, আমি তাদের বলতে চাই যে - ধর্মে কারও কপিরাইট নেই। তাঁদের (পড়ুন - বিজেপি ও আরএসএস) কাছ থেকে আমাদের শংসাপত্রের প্রয়োজন নেই।'
প্রয়াত জগদেব প্রসাদের জন্মবার্ষিকীতে পাটনা জ্ঞান ভবনে এক সমাবেশে যাদব বলেন, 'দেশে ক্ষমতায় আসার পর থেকেই গণতন্ত্রের শ্বাসরোধ করছে বিজেপি। অন্য যেকোনো দলের চেয়ে হিন্দু ধর্মকে বেশি অপমান করেছে বিজেপি ও আরএসএস। গুন্ডামিতে জড়িত কিছু মানুষের গলায় দড়ি পড়িয়েছে তাঁরা। সমাজে বিভেদ তৈরি করছে এবং একের সঙ্গে অপরকে লড়াইয়ে জড়িয়ে দিচ্ছে। তারা আমাদের বাচ্চাদের হিন্দি এবং সংস্কৃত পড়তে বলছে, কিন্তু তাঁদের ছেলেমেয়েরা কনভেন্ট স্কুলে পড়াশোনা করছে।'
এর আগে, রামচরিতমানস নিয়ে বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্রশেখর যাদব বলেছিলেন, 'রামচরিতমানস এক বিভেদমূলক পাঠ্য। একেবারেই মনুস্মৃতি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দ্বিতীয় সরসঙ্ঘচালক গোলওয়ালকরের ভাবনার মতই।' আর, সেই মন্তব্যের পরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। চন্দ্রশেখর যাদবের মন্তব্যের সমালোচনা করে নীতিশ কুমারের দল JD(U)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন