

জাতীয় স্তরে বিজেপি-বিরোধী জোট গঠন করতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও (KCR) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সাথে ২০ ফেব্রুয়ারি মুম্বাইতে দেখা করবেন। ঠাকরে বুধবার চন্দ্রশেখর রাওয়ের সাথে ফোনে কথা বলেন এবং মুম্বাইতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) প্রধান বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের বিজেপি সরকারের “জনবিরোধী নীতি”র বিরুদ্ধে সরব। ইতিমধ্যেই তাঁকে নৈতিক সমর্থন জানিয়েছেন উদ্ধব ঠাকরে।
শিবসেনা নেতা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে প্রশংসা করে বলেন যে “বিভাজনকারী” শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, তিনি সঠিক সময়ে আওয়াজ তুলেছেন। তাঁর কথায়, “আপনি রাজ্যের অধিকারের জন্য এবং দেশের ঐক্য রক্ষার জন্য লড়াই চালিয়ে যান। একই চেতনায় এগিয়ে যান। আপনাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। জনসমর্থন জোগাড় করতে আপনাকে সম্ভাব্য সব ধরনের সাহায্য করব।”
কেসিআরকে (KCR) মুম্বাইতে আমন্ত্রণ জানিয়ে ঠাকরে বলেন – “এই উপলক্ষ্যে, আমরা ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে আলোচনা করব।” তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে একটি জাতীয় জোট গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন। রবিবার তিনি সাংবাদিকদের বলেন যে, তিনি শীঘ্রই ঠাকরের সাথে দেখা করতে মুম্বাই যাবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন দ্বিতীয় নেতা যিনি কেসিআরের সাথে ফোনে কথা বলেছেন। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জনতা দল (সেকুলার)-র নেতা দেবগৌড়া কেন্দ্রের বিজেপি সরকারের “ধর্মীয় মেরুকরণের” রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে কেসিআর-এর সমর্থন চেয়ে ফোন করেছিলেন।
দেবগৌড়া কেসিআরকে অভিনন্দন জানিয়ে বলেন – “আপনি খুব ভাল লড়াই করছেন। প্রত্যেকেরই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করা উচিত। আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা, সংস্কৃতি এবং এর বৈচিত্র্যময় সংস্কৃতিকে রক্ষা করতে আমরা আপনার সাথে থাকব এবং আপনাকে সমর্থন করব। আপনার প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন থাকবে।”
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন