

গোয়ার পানাজি কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করে নিল শিবসেনা। এই কেন্দ্রে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পাররিকরের ছেলে উৎপল পাররিকরকে সমর্থন করবে তারা। বিজেপি টিকিট না দেওয়ায় পানাজি কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উৎপল পাররিকর। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন।
সোমবার নিজের ট্যুইটারে মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরেকে ট্যাগ করে শিবসেনা নেতা সঞ্জয় রাউত লেখেন, "আমরা আমাদের কথা রাখছি। শিবসেনা পানাজি থেকে তাদের প্রার্থী শৈলেন্দ্র ভেলিংকরের নাম প্রত্যাহার করছে। শুধু তাই নয়, আমাদের কর্মীরা উৎপল পাররিকরকে পুরোপুরি সমর্থন করবে। আমরা বিশ্বাস করি, পানাজির লড়াই নিছকই কোনো নির্বাচনের লড়াই নয়, এর সাথে গোয়ার রাজনীতির শুদ্ধতার প্রশ্নও জড়িয়ে রয়েছে।"
প্রসঙ্গত, এর আগে সঞ্জয় রাউত সমস্ত বিরোধী দলের কাছে অনুরোধ করেছিলেন যে উৎপল পাররিকরকে যদি পানাজি থেকে বিজেপি টিকিট না দেয় তাহলে বিরোধীরা যেন তাঁকে সমর্থন করে।
নিজের ট্যুইটের সাথে উৎপল পাররিকরের ছবি সহ তাঁর একটি মন্তব্যও শেয়ার করেছেন সেনা নেতা। যেখানে উৎপল পারিকর বিজেপিকে আক্রমণ করে বলেছেন, "প্রয়াত মনোহর পাররিকরের প্রতিনিধিত্বকারী নির্বাচনী এলাকায় অপরাধমূলক কাজের সাথে জড়িত এক ব্যক্তিকে টিকিট দিচ্ছেন আপনারা?" প্রসঙ্গত, পানাজি কেন্দ্রে আতনাসিও 'বাবুশ' মনসেরেটকে বিজেপি টিকিট দেওয়ার জন্য বেছে নেওয়ার পরই এই মন্তব্য করেছিলেন উৎপল পাররিকর। মনসেরেট গোয়া বিধানসভায় তিনবারের বিধায়ক। ২০১৯ সালে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন তিনি।
গোয়ার তিনবারের মুখ্যমন্ত্রী মনোহর পাররিকর ২০১৯ সালে মারা যান। ২৫ বছর ধরে পানাজি কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর উপনির্বাচনে ধর্ষণের মামলায় অভিযুক্ত বাবুশ মনসেরেট এই কেন্দ্র থেকে জয়ী হন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন