Lok Sabha Polls 24: 'বিজেপি আমার সঙ্গে বেইমানি করেছে', ক্ষোভ উগরে তৃণমূলে ফিরলেন প্রাক্তন বিধায়ক

People's Reporter: দীপালি বলেন, ‘‘বড় ভুল করেছিলাম। শুভেন্দু অধিকারী ভুল বুঝিয়ে দলে নিয়ে গিয়েছিল। মিথ্যা প্রতিশ্রুতিও দিয়েছে। একটা কথাও রাখেনি।’’
গাজলের প্রাক্তন বিধায়ক দীপালি বিশ্বাস
গাজলের প্রাক্তন বিধায়ক দীপালি বিশ্বাস গ্রাফিক্স - আকাশ
Published on

লোকসভা ভোটের আগে উত্তাল মালদার রাজনীতি। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে প্রত্যাবর্তন গাজলের প্রাক্তন বিধায়ক তথা বিজেপির মালদা জেলার সহ-সভাপতি দীপালি বিশ্বাসের। মঙ্গলবার তৃণমূলে যোগদান করে শুভেন্দু অধিকারী ও বিজেপির উপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “বিজেপি আমার সঙ্গে বেইমানি করেছে।“

তবে এদিন শুধু দীপালি নয়, তাঁর স্বামী রঞ্জিত বিশ্বাসও তৃণমূলে যোগ দেন। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তাঁরা। উল্লেখ্য, রঞ্জিত বিশ্বাস ছিলেন আসন্ন লোকসভা ভোটে মালদা বিধানসভার বিজেপি পর্যবেক্ষক।

এদিন তৃণমূলে যোগদান করে বিজেপি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দীপালি। তিনি বলেন, ‘‘বড় ভুল করেছিলাম। শুভেন্দু অধিকারী ভুল বুঝিয়ে দলে নিয়ে গিয়েছিল। মিথ্যা প্রতিশ্রুতিও দিয়েছে। একটা কথাও রাখেনি।’’

দীপালি এদিন তৃণমূলে যোগ দান করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমাকে দলে নিয়েছেন, তাতে আমি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ।’’ এরপরেই বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ তোলেন দীপালি। তিনি বলেন, ‘‘বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি এবং প্ররোচনায় যেন আর কেউ পা না দেন।’’

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন দীপালি বিশ্বাস। ২০১৬ সালে সিপিআইএমের প্রার্থী হয়ে বিধানসভা ভোটে জিতে গাজলের বিধায়ক হন দীপালি। এরপর ওই বছর ২১ জুলাইয়ের মঞ্চে শুভেন্দুর হাত ধরে তৃণমূলে যোগ দেন দীপালি। উল্লেখ্য, শুভেন্দু সেই সময় তৃণমূল নেতা ছিলেন।

এরপর ২০২০ সালে ফের শুভেন্দুর হাত ধরেই দলবদল করেন দীপালি। ওই বছর ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভায় শুভেন্দুর সঙ্গেই বিজেপিতে যোগ দেন তিনি। তবে ২০২১ –এর বিধানসভায় তাঁকে প্রার্থী করা হয়নি। বদলে দীপালিকে মালদা জেলা কমিটির সহ-সভাপতি করা হয়েছিল।

যদিও দীপালির তৃণমূলে যোগ দেওয়াতে বিজেপি দলে কোনো প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বমর্ণ। তিনি বলেন, ‘‘কিছু মানুষ স্বার্থসিদ্ধির জন্য দলে এসেছিলেন। স্বার্থসিদ্ধি হয়নি। তাই দল ছাড়লেন। এতে দলের কোনও ক্ষতি হবে না।’’

গাজলের প্রাক্তন বিধায়ক দীপালি বিশ্বাস
IT Raid: রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি!
গাজলের প্রাক্তন বিধায়ক দীপালি বিশ্বাস
Calcutta High Court: ‘৩০ দিনে ভাঙা গেল না বেআইনি নির্মাণ!’, কলকাতা পুরসভাকে ভর্ৎসনা বিচারপতি সিনহার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in