
ভুয়ো শিক্ষক, ভুয়ো চিকিৎসক, নকল আদালতের পর এবার তালিকায় নতুন সংযোজন নকল বিশ্ববিদ্যালয়। দেশে দিনে দিনে বাড়ছে নকল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। সম্প্রতি পড়ুয়াদের সতর্ক করে দেশজুড়ে ২১ টি নকল বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। যার মধ্যে বাংলার দু’টি রয়েছে।
তালিকা প্রকাশ করে ইউজিসি জানিয়েছে, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো প্রয়োজনীয় আইনি অনুমোদন ছাড়াই পড়ুয়াদের ডিগ্রি প্রদান করে। বৈধ ডিগ্রি প্রদানের মিথ্যে দাবি করে এই বিশ্ববিদ্যালয়গুলি। যার কোনও একাডেমিক বা পেশাদার মূল্য নেই। পড়ুয়াদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো। ২১টি 'নকল বিশ্ববিদ্যালয়'-এর নাম প্রকাশ করে, কেন্দ্র সংশ্লিষ্ট রাজ্য সরকারকে এগুলির বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে।
এই ২১ টি নকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিল্লিতেই রয়েছে আটটি। এছাড়া অন্ধ্রপ্রদেশে দুটি, উত্তরপ্রদেশে চারটি, কেরালায় দুটি, পশ্চিমবঙ্গে দুটি, মহারাষ্ট্রে একটি, কর্ণাটকে একটি এবং পদুচ্চেরীতে একটি রয়েছে। এক নজরে নকল বিশ্ববিদ্যালগুলির নাম –
১. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস, দিল্লি
২. কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দিল্লি
৩. ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি
৪. ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি
৫. এডিআর-সেন্ট্রিক জুরিডিকাল বিশ্ববিদ্যালয়, দিল্লি
৬. ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়রিং, দিল্লি
৭. বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফোর সেলফ এমপ্লয়মেন্ট, দিল্লি
৮. আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, দিল্লি
৯. ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, অন্ধ্রপ্রদেশ
১০. বাইবেল ওপেন ইউনিভার্সিটি, অন্ধ্রপ্রদেশ
১১. গান্ধী হিন্দু বিদ্যাপীঠ, উত্তরপ্রদেশ
১২. নেতাজি সুভাষচন্দ্র বোস ইউনিভার্সিটি, উত্তরপ্রদেশ
১৩. ভারতীয় শিক্ষা পরিষদ, উত্তরপ্রদেশ
১৪. মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি, উত্তরপ্রদেসজ
১৫. সেন্ট জোনস ইউনিভার্সিটি, কেরালা
১৬. ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিই অফ প্রফেটিক মেডিসিন, কেরালা
১৭. ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা
১৮. ইনস্টিটিউশন অফ অল্টারনেটিভ মেডিসিন এবং রিসার্চ, কলকাতার ঠাকুরপুকুর
১৯. রাজা আরবি ইউনিভার্সিটি, মহারাষ্ট্র
২০. বদগনভী সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, কর্ণাটক
২১. শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন, পদুচ্চেরী
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন