Hemant Divate: হিন্দি হবে তৃতীয় ভাষা! মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পুরস্কার ফেরত কবির

People's Reporter: সম্প্রতি মহারাষ্ট্র সরকার জানায়, মারাঠি এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য হিন্দি তৃতীয় ভাষা হবে।
হেমন্ত দিভাতে
হেমন্ত দিভাতেছবি - সংগৃহীত
Published on

মহারাষ্ট্রের স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে 'চাপিয়ে' দেওয়ার প্রতিবাদে মহারাষ্ট্র সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন কবি হেমন্ত দিভাতে (Hemant Divate)। তাঁর দাবি, হিন্দি ভাষা এখন চালু করলে সমস্যায় পড়বে পড়ুয়ারাই।

সম্প্রতি মহারাষ্ট্র সরকার জানিয়েছে, মারাঠি এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য হিন্দি তৃতীয় ভাষা হবে। যারা এই তিনটি ভাষা ছাড়া অন্য কোনও ভাষা শিখতে চায় তাদের জন্য কমপক্ষে ২০ জন শিক্ষার্থীর প্রয়োজন এবং একজন শিক্ষক নিয়োগ করা হবে, অন্যথায় অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না হেমন্ত দিভাতে। তিনি জানান, "হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আমি আমার কাব্যগ্রন্থ "প্যারানোয়া"-এর জন্য প্রাপ্ত নগদ পুরস্কার সহ মহারাষ্ট্র রাজ্য সরকারের পুরস্কার ফিরিয়ে দিচ্ছি।"

তিনি আরও বলেন, "এই অল্প বয়সে স্কুলে আনুষ্ঠানিকভাবে হিন্দি শেখানোর কোনও প্রয়োজনই নেই। এই পর্যায়ে, শিশুরা সবেমাত্র মারাঠি শিখতে শুরু করে। একই সাথে হিন্দি শেখা - দুটি ভাষার মধ্যে মিলের কারণে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এর পরিবর্তে, সরকার দক্ষতা, মূল্যবোধ শিক্ষা এবং ব্যক্তিত্ব বিকাশের উপর জোর দিক। যা তরুণ শিক্ষার্থীদের জন্য আরও উপকারী হবে।”

দিবাতে হলেন মারাঠি কবিতার একজন গুরুত্বপূর্ণ সমকালীন কণ্ঠ, যিনি তাঁর কাজের মাধ্যমে সমাজ ও সংস্কৃতির নানা দিক তুলে ধরেন।

হেমন্ত দিভাতে
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে নিয়ে করা ছ'বছর আগের কার্টুন মুছতে তৎপর রাজ্য পুলিশ, চিঠি X-কে
হেমন্ত দিভাতে
Indian Railways: ১ জুলাই থেকে বাড়তে চলেছে ভারতীয় রেলের ভাড়া! কোন দূরত্বে কত ভাড়া বৃদ্ধি?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in