
রাজ্যের উচ্চশিক্ষায় অবদান রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানসূচক ডি'লিট প্রদান করবে কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সংবাদসংস্থা পিটিআই একথা জানিয়েছে। এর আগে ২০১৮ সালে তাঁকে সমাজসেবার স্বীকৃতিস্বরূপ ডি'লিট সম্মান প্রদান করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার ফেলিক্স রাজ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি'লিট (ডক্টর অফ লেটারস) সম্মান প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর কার্যালয় (CMO)-র তরফে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলেই জানা গেছে।
ফাদার ফেলিক্স রাজের কথায়, "আমরা মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে সরকারী অনুমোদন পেয়েছি। এছাড়াও, তিনি (মমতা) নিজেই শুক্রবার রাজ্য বিধানসভায় বিষয়টি ঘোষণা করেছেন। উচ্চ শিক্ষার প্রসারে তাঁর ভূমিকার জন্য আমরা তাঁকে সম্মানসূচক ডিলিট প্রদান করতে চাই।"
ফেলিক্স আরও জানান, ২০১৭ সালে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তৈরীর ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই কৃতজ্ঞতাবশত তাঁকে সম্মান প্রদান করতে ইচ্ছুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজারহাট নিউটাউনে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি তৈরীর ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে জমি প্রদান করা হয়েছিল।
সূত্রের খবর, ডি'লিট প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন থেকে সেই সম্মতিও দেওয়া হয়েছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। মূলত সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তৈরী করার প্রস্তাব সর্বপ্রথম দেন মমতা। তাঁর প্রস্তাবকে সমর্থন জানিয়েই সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ পৃথকভাবে বিশ্ববিদ্যালয় তৈরির সিদ্ধান্ত নেয়।