

দিল্লি বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হল বিখ্যাত ভাষাতত্ত্ববিদ ফ্রান্সেসকা ওরসিনিকে। তাঁর বিরুদ্ধে ভিসার নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সেই কারণেই তাঁকে ভারতে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়নি বলেই দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের। উল্লেখ্য, হিন্দুত্ববাদের সমালোচক হিসেবে পরিচিত ওরসিনি।
চীনের এক সম্মেলনে যোগ দেওয়ার পর ভারতে এসেছিলেন ওরসিনি। সংবাদমাধ্যম 'দ্য ওয়্যার'-কে তিনি জানান, ভারতে তাঁর বন্ধুদের সাথে দেখা করার জন্য দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন। কিন্তু বিমানবন্দরে নামতেই তাঁকে বাধা দেওয়া হয়। এক সংবাদমাধ্যমে ওরসিনি জানান, তাঁকে কোনও উপযুক্ত কারণ দেখানো হয়নি। কেবল বলা হয়েছে ভারতে তাঁর প্রবেশ নিষেধ।
ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ করছিলেন ওরসিনি। সূত্রের খবর, এই ভাষাতত্ত্ববিদ ভিসার নিয়ম লঙ্ঘন করায় ২০২৫ সালের মার্চ মাস থেকে তাঁর ভিসা ব্ল্যাকলিস্টেড রয়েছে।
ইতিহাসবিদ রামচন্দ্র গুহ এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এক্স মাধ্যমে তিনি লেখেন, "অধ্যাপিকা ফ্রান্সেসকা ওরসিনি ভারতীয় সাহিত্যের একজন দক্ষ পণ্ডিত। যাঁর কাজ আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আমাদের বোধগম্যতাকে সমৃদ্ধভাবে আলোকিত করেছে। কারণ ছাড়াই তাঁকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত এমন একটি সরকারের লক্ষণ যা অনিরাপদ, ভীত এবং বোকা"।
ওরসিনি বর্তমানে ব্রিটেনের 'স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ'-এ পড়ান। তিনি হিন্দি সাহিত্য, ভারতের বহুভাষী সংস্কৃতি নিয়ে গবেষণা করেন। তাঁর বই 'দ্য হিন্দি পাবলিক স্পিয়ার: ১৯২০-১৯৪০" বেশ জনপ্রিয়।
তবে এই ধরণের ঘটনা নতুন নয়, ২০২২ সালে নৃতত্ত্ববিদ ফিলিপো ওসেলাকে তিরুবনন্তপুরম বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল। একই বছর ব্রিটিশ অধ্যাপক লিন্ডসে ব্রেমনারের সাথেও একই ঘটনা ঘটে। ২০২৪ সালে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা নিতাশা কৌলকে বেঙ্গালুরু বিমানবন্দরে বাধা দেওয়া হয়েছিল। তিনি কর্ণাটক সরকার আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতে এসেছিলেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন