Sahitya Akademi Award: ৫২ বছর পর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার থেকে বঞ্চিত বাংলা!

People's Reporter: এর আগে ১৯৬০, ১৯৬৮ এবং ১৯৭৩ সালেও বাংলা থেকে কেউ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাননি। কিন্তু তারপর থেকে টানা প্রতি বছরই বাংলা ভাষার সাহিত্যিকরা এই সম্মান পেয়েছেন।
সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার
সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারফাইল ছবি সংগৃহীত
Published on

৫২ বছর পর এই প্রথমবার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার থেকে বঞ্চিত হল বাংলা ভাষা। বাংলা ভাষা কি এতটাই দুর্বল হয়ে পড়ছে? বাংলার সাহিত্যিকদের ঐতিহ্য কি হারিয়ে যাচ্ছে দিন দিন? নাকি রাজ্য ও কেন্দ্রের দুই সরকারের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই পরিস্থতি? উত্তর খুঁজছে বাংলার সাহিত্যিক মহল।

২০২৪ সালের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার থেকে বঞ্চিত রইল বাংলা। দেশের সাহিত্য সম্মানের তালিকায় অ্যাকাডেমি পুরস্কার অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বিবেচিত হয়। সাহিত্য অ্যাকাডেমি প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার মোট ২৩টি ভাষার সাহিত্যিককে পুরস্কার দেওয়া হয়েছে। যে তালিকায় নেই কোনও বাংলার সাহিত্যিক।

এই বিষয় নিয়ে সাহিত্যিক ও সাহিত্য অ্যাকাডেমির পূর্বাঞ্চলের প্রাক্তন সচিব অংশুমান কর বলেন, "ঘটনাটি শুনে আমি স্তম্ভিত! যে বছর বাংলা ভাষা 'ধ্রুপদী ভাষা'-র মর্যাদা পেল, সেই বছরেই বাংলার সাহিত্যিকরা সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার থেকে বঞ্চিত হলেন, এটা সত্যিই দুঃখজনক। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত"।

সূত্রের খবর, সাহিত্য অ্যাকাডেমির জুরি বোর্ডের এক সদস্য শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আবার কেউ কেউ বলছেন, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের ‘উদাসীনতা’-র কারণেই এই ঘটনা ঘটেছে। এর আগে ১৯৬০, ১৯৬৮ এবং ১৯৭৩ সালেও বাংলা থেকে কেউ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাননি। কিন্তু তারপর থেকে টানা প্রতি বছরই বাংলা ভাষার সাহিত্যিকরা এই সম্মান পেয়েছেন।

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার
Haryana: জেল খাটা বিতর্কিত সমাজকর্মীকে নারী দিবসে সম্মান হরিয়ানার মুখ্যমন্ত্রীর
সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার
ক্ষমতায় এসে প্রথম বাজেটেই মহিলা ভাতায় কোপ, ১০ হাজার কোটি বরাদ্দ কমল ‘লেড়কি বহিন’ প্রকল্পে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in