UP: লোকসভা ভোটের আগে অখিলেশ শিবিরে ধাক্কা - সমাজবাদী পার্টি থেকে ইস্তফা দিলেন স্বামী প্রসাদ মৌর্য

People's Reporter: সংবাদমাধ্যমে স্বামীপ্রসাদ জানিয়েছেন, তাঁর সমর্থকরা নতুন রাজনৈতিক দল করতে ইচ্ছুক। তাই আগামী ২২ ফেব্রুয়ারি দিল্লিতে এক বৈঠক ডেকেছে। ওই বৈঠক থেকেই পরবর্তী কর্মসূচী চূড়ান্ত করা হবে।
অখিলেশ যাদবেের সাথে স্বামী প্রসাদ মৌর্য
অখিলেশ যাদবেের সাথে স্বামী প্রসাদ মৌর্যফাইল ছবি সংগৃহীত

লোকসভা নির্বাচনের মুখে জোর ধাক্কা অখিলেশ যাদবের শিবিরে। মঙ্গলবার অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি থেকে ইস্তফা দিলেন স্বামীপ্রসাদ মৌর্য। একই সঙ্গে তিনি এমএলসি পদ থেকেও ইস্তফা দিয়েছেন। সূত্র অনুসারে নিজের রাজনৈতিক দল গঠনে উদ্যোগী হয়েছেন মৌর্য।

ইস্তফার পর তিনি সাংবাদিকদের জানান, আমি স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করি। আমার সঙ্গে অখিলেশ যাদবের এবং সমাজবাদী পার্টির মতাদর্শগত সংঘাত হচ্ছে। অখিলেশ যাদব বর্তমানে সমাজবাদী আদর্শবিরোধী কাজ করছেন। আমার মূলায়ম সিং যাদবের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি অন্যরকম মানুষ ছিলেন। কিন্তু যারা তাঁর উত্তরাধিকার বয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা সেই আদর্শ অনুসরণ করছে না।

সংবাদমাধ্যমে স্বামীপ্রসাদ জানিয়েছেন, তাঁর সমর্থকরা নতুন রাজনৈতিক দল করতে ইচ্ছুক। তাই আগামী ২২ ফেব্রুয়ারি দিল্লিতে এক বৈঠক ডেকেছে। ওই বৈঠক থেকেই পরবর্তী কর্মসূচী চূড়ান্ত করা হবে।

গত ১৩ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন স্বামীপ্রসাদ। ইস্তফার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, তাঁকে দলে কোণঠাসা করে দেওয়া হচ্ছে এবং অবহেলা করা হচ্ছে। তখন থেকেই তাঁর দলত্যাগের গুঞ্জন ছিল। প্রসঙ্গত, দু’বছর আগে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগ দেন স্বামীপ্রসাদ মৌর্য।

আগামী ২২ ফেব্রুয়ারি দিল্লির তালকোটরা স্টেডিয়ামে নিজের সমর্থকদের এক বৈঠকে ডেকেছেন স্বামীপ্রসাদ। রাজনৈতিক মহলের অনুমান, ওইদিন তিনি তাঁর পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন। সূত্র অনুসারে তাঁর নতুন দলের নাম হতে পারে রাষ্ট্রীয় শোষিত সমাজ দল।

সূত্র অনুসারে, সম্প্রতি রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। সেই তালিকায় মৌর্যর নাম না থাকায় তিনি ক্ষুণ্ণ হয়েছেন। একই কারণে গত রবিবার সমাজবাদী পার্টি থেকে ইস্তফা দিয়েছেন দলের অন্য এক সাধারণ সম্পাদক সালিম শেরওয়ানী। দল থেকে ইস্তফা দেবার পর সালিম জানিয়েছেন, রাজ্যসভা নির্বাচনে দল যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছে তখন থেকেই দলের সঙ্গে আমার বিচ্ছেদ ঘটেছে।

অখিলেশ যাদবেের সাথে স্বামী প্রসাদ মৌর্য
Gauri Lankesh: গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্তের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে কর্ণাটক সরকার
অখিলেশ যাদবেের সাথে স্বামী প্রসাদ মৌর্য
Farmers Protest 2024: কেন্দ্রের প্রস্তাব প্রত্যাখ্যান, বুধবার থেকে আবারও 'দিল্লি চলো' অভিযানে কৃষকরা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in