UP Polls 22: জেডি(ইউ)-এর তারকা প্রচারকের তালিকায় নেই নীতিশ কুমার, আরসিপি সিং

NDA জোটসঙ্গী JD(U)-এর সঙ্গে বিধানসভা নির্বাচনে কোনো জোট করেনি BJP। ফলে এককভাবেই নির্বাচনে লড়াই করবে JD(U)। কিন্তু তারকা প্রচারকের তালিকা থেকে নীতিশ কুমারের নাম বাদ দেওয়ায় কিছুটা বিস্মিত রাজনৈতিক মহল।
নীতিশ কুমার
নীতিশ কুমারফাইল ছবি সংগৃহীত

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জেডি(ইউ)-এর তারকা প্রচারক তালিকা থেকে নাম বাদ নীতিশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী আরসিপি সিং-এর। এনডিএ জোটসঙ্গী জেডি(ইউ)-এর সঙ্গে বিধানসভা নির্বাচনে কোনো জোট করেনি বিজেপি। ফলে এককভাবেই নির্বাচনে লড়াই করবে জেডি(ইউ)। কিন্তু তারকা প্রচারকের তালিকা থেকে নীতিশ কুমারের নাম বাদ দেওয়ায় কিছুটা বিস্মিত রাজনৈতিক মহল।

শুক্রবার JD-U প্রচারকারীদের তালিকা প্রকাশ করেছে। যেখানে নীতিশ কুমার এবং আরসিপি সিংয়ের নাম নেই। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারের সময় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সংঘর্ষ এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অনুমান। এই দুই নেতা ২০১৫ সালে নির্বাচনের সময় বিবাদে জড়িয়ে পড়েছিলেন এবং সেইসময় ডিএনএ বিতর্ক মাথা চাড়া দিয়েছিলো।

২৫ জুলাই, ২০১৫ বিহারের মুজফফরপুরে পরিবর্তন সমাবেশে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন: তার (নীতীশ কুমার) ডিএনএতে কিছু সমস্যা আছে বলে মনে হচ্ছে কারণ রাজনীতির ডিএনএ এমন নয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের জবাবে নীতীশ কুমার তখন বলেন: "আমি বিহারের ছেলে এবং আমার ডিএনএ বিহারের মানুষের মতোই।"

জেডি-ইউ, গত কয়েক মাস ধরে, নীতীশ কুমারকে পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে দাঁড় করাতে চাইছে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জেডি(ইউ)-এর এককভাবে লড়াই করার ঘোষণা করায় তাদের এই দাবি আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে হয়েছিলো। যদিও এখন মনে হচ্ছে জেডি(ইউ) বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে এবং সেই কারণেই তারকা প্রচারকদের তালিকায় নীতিশ কুমার এবং আরসিপি সিংয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

JD-U উত্তরপ্রদেশের জন্য দলের তারকা প্রচারক হিসাবে ১৫ জন নেতাকে তালিকাভুক্ত করেছে। তারা হলেন জেডি-ইউ-এর জাতীয় সভাপতি রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং, জেডি-ইউ পার্লামেন্টারি বোর্ডের সভাপতি উপেন্দ্র কুশওয়াহা, জাতীয় সাধারণ সম্পাদক কেসি ত্যাগী, বিহারের রাজ্য সভাপতি উমেশ কুশওয়াহা, সাংসদ রামনাথ ঠাকুর, মাওলানা গুলাম রসূল বালিয়াবি, হর্ষবর্ধন সিং, রবীন্দ্র প্রসাদ সিং, অনুপ সিং প্যাটেল, আরপি চৌধুরী, সুরেন্দ্র ত্যাগী, সঞ্জয় কুমার, ভারত প্যাটেল, সঞ্জয় ধানগার এবং ডাঃ কে কে ত্রিপাঠী।

নীতিশ কুমার
Bihar: নীতিশ কুমারের নির্বাচনী সভায় চাকরির দাবীতে যুবকদের বিক্ষোভ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in