

বিহারের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নীতিশ কুমার পরিচালিত এনডিএ সরকারকে তীব্র আক্রমণ করলেন বর্ষীয়ান আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। শনিবার সকালে এক ট্যুইট বার্তায় লালুপ্রসাদ লেখেন – বিহার এখন শেষের দিক থেকে প্রথম।
বিহারের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এদিন সকালে নিজের ট্যুইটের সঙ্গে এক পরিসংখ্যান জুড়ে দিয়েছেন। লালু প্রসাদ যাদবের দাবি অনুসারে নীতি আয়োগের সূত্র থেকে ওই পরিসংখ্যান। যে সূত্র উদ্ধৃত করে লালুপ্রসাদ লিখেছেন, সৌজন্যে নীতিশ কুমার এবং বিজেপির ১৬ বছরের শাসন।
বিভিন্ন রাজ্যের জেলা হাসপাতালে বেডের সংখ্যা অনুসারে তৈরি করা হয়েছে ওই পরিসংখ্যান। তালিকার একদম শেষে আছে বিহারের নাম। যেখানে রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালে প্রতি ১ লক্ষ মানুষ পিছু বেডের সংখ্যা মাত্র ৬। শেষের দিক থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে আছে ঝাড়খন্ড (৯), তেলেঙ্গানা (১০), উত্তরপ্রদেশ (১৩), হরিয়ানা (১৩) এবং মহারাষ্ট্র (১৪)-র নাম।
এই তালিকার শীর্ষে আছে পুদুচেরি। যেখানে জেলা হাসপাতালে প্রতি ১ লাখ মানুষ পিছু বেডের সংখ্যা ২২২। আন্দামানে ২০০, লাদাখে ১৫০, অরুণাচল প্রদেশে ১০৪, দমন ও দিউ-তে ১০২। ওই পরিসংখ্যান অনুসারে এই তালিকার ২৬ নম্বর স্থানে আছে পশ্চিমবঙ্গ। যেখানে বিভিন্ন জেলা হাসপাতালে প্রতি ১ লক্ষ মানুষ পিছু বেডের সংখ্যা ১৯। যা জাতীয় গড় (২৪)-এর থেকেও কম।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন