Bihar: নীতিশ ২০ হাজার কোটি টাকার সমান্তরাল মদের অর্থনীতি চালাচ্ছে - লালুপ্রসাদ

লালুপ্রসাদ আরও বলেন – বিহার সরকার গরিব এবং দলিতদের মদের ব্যবসার কারণে নিশানা করছে এবং জেলে পাঠাচ্ছে। বিহারের পুলিশ ক্রমশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে।
লালুপ্রসাদ যাদব
লালুপ্রসাদ যাদবফাইল ছবি সংগৃহীত
Published on

বিহারের পশ্চিম চম্পারণে বিষমদ কান্ডে ৯ জনের মৃত্যু পর ময়দানে নামলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। শুক্রবার এই ঘটনার পর নীতিশ কুমারের উদ্দেশ্যে লালুপ্রসাদ যাদব বলেন – নীতিশ কুমারের সরকার বিহারে ২০ হাজার কোটি টাকার অবৈধ মদের ব্যবসা বাড়তে সাহায্য করছে।

এদিন লালুপ্রসাদ বলেন – রাজ্যে মদ নিষিদ্ধ করার কারণে প্রতি বছর কয়েক হাজার মানুষের মৃত্যু হচ্ছে এবং শাসক দলের নেতারা ২০ হাজার কোটি টাকার সমান্তরাল অর্থনীতি চালাচ্ছে।

লালুপ্রসাদ আরও বলেন – বিহার সরকার গরিব এবং দলিতদের মদের ব্যবসার কারণে নিশানা করছে এবং জেলে পাঠাচ্ছে। বিহারের পুলিশ ক্রমশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে।

গত দু’দিনে পশ্চিম চম্পারণের লাউরিয়া ব্লকের একাধিক গ্রামে বিষ মদের কারণে ৯ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২৫ জনের বেশি মানুষ গুরুতর অসুস্থ। এই ঘটনার পরেই বিহার জুড়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে।

গ্রামের মানুষের বক্তব্য অনুসারে গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বেশ কিছু মানুষের দৃষ্টিশক্তি চলে গেছে। দেউড়িয়া গ্রাম থেকে তাঁরা ওই মদ কিনেছিলেন বলে তাঁরা জানিয়েছেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in