UP Polls 22: বিজেপি এখনও পর্যন্ত ৯৯ জন অপরাধীকে প্রার্থী করেছে - অভিযোগ অখিলেশ যাদবের

BJP এখনও পর্যন্ত ৯৯ জন অপরাধীকে মনোনয়ন দিয়েছে। এই অভিযোগ করেছেন SP সভাপতি অখিলেশ যাদব। রবিবার এক টুইটে তিনি বলেন, "বিজেপির সেঞ্চুরি করতে আর ১ কম। ইতিমধ্যেই তারা ৯৯ জন অপরাধীকে টিকিট দিয়েছে।"
অখিলেশ যাদব
অখিলেশ যাদবফাইল চিত্র সংগৃহীত

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি এখনও পর্যন্ত ৯৯ জন অপরাধীকে মনোনয়ন দিয়েছে। এই অভিযোগ করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। রবিবার এক টুইটে তিনি বলেন, "বিজেপির সেঞ্চুরি করতে আর ১ কম। ইতিমধ্যেই তারা ৯৯ জন অপরাধীকে টিকিট দিয়েছে।"

নির্বাচন যত এগিয়ে আসছে অপরাধীদের বিষয়ে সমাজবাদী পার্টি এবং বিজেপির মধ্যে বাকযুদ্ধ ক্রমশ বাড়ছে।

একদিকে বিজেপি যখন অখিলেশ যাদব এবং তার দলের বিরুদ্ধে অপরাধমূলক অতীত যুক্ত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতার অভিযোগ জানাচ্ছে, তখনই সমাজবাদী পার্টির অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যের বিরুদ্ধে কত মামলা আছে তা প্রকাশ করার দাবি জানিয়ে বিতর্ক উসকে দিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে তাঁর উত্তরপ্রদেশ সফরের সময় বলেছিলেন যে সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে রাজ্যে অপরাধীদের রাজত্ব হবে।

ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের পরে তিনি যখন ক্ষমতায় ফিরে আসবেন, তিনি অপরাধীদের বিরুদ্ধে তাঁর বুলডোজার নীতি চালিয়ে যাবেন।

অখিলেশ যাদব
UP Polls 22: উত্তরপ্রদেশে নয়, গুজরাট বিধানসভা নির্বাচনে “প্রকৃত চমক” হবে - অখিলেশ যাদব

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in