‘এবার তাহলে আমি অবসর নিতে পারি’, মরুরাজ্যে বিধানসভা ভোটের আগেই কেন এমন কথা বললেন বসুন্ধরা রাজে?

People's Reporter: এদিন তাঁর কেন্দ্রে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজে জানালেন, “আমার মনে হয়, এখন আমার অবসর নেওয়ার সময় এসে গিয়েছে।”
‘এবার তাহলে আমি অবসর নিতে পারি’, মরুরাজ্যে বিধানসভা ভোটের আগেই কেন এমন কথা বললেন বসুন্ধরা রাজে?
ফাইল ছবি

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ঝালাওয়াড় কেন্দ্র থেকে শনিবার প্রার্থীপদের মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে। কিন্তু তার আগে শুক্রবার নিজের রাজনৈতিক জীবনে ইতি টানার ইঙ্গিতও দিয়ে রাখলেন এই বর্ষীয়ান নেত্রী। এদিন নিজের কেন্দ্রে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজে মন্তব্য করেন, “আমার মনে হয়, এখন আমার অবসর নেওয়ার সময় এসে গিয়েছে।”

আগামী ২৫ নভেম্বর মরুরাজ্যের বিধানসভা নির্ধারণের ভোটাভুটি হতে চলেছে। তার আগে শুক্রবার ঝালাওয়াড় কেন্দ্রে একটি নির্বাচনী প্রচারমূলক জনসভায় বক্তব্য রাখেন বিজেপির পাঁচবারের সাংসদ এবং চারবারের বিধায়ক বসুন্ধরা। ঝালাওয়াড়-বরন কেন্দ্রের লোকসভা সাংসদ তথা ছেলে দুষ্মন্ত সিংয়ের উপস্থিতিতেই ওই জনসভায় রাজে জানান, “আমার ছেলেকে ঝালাওয়াড়ের মানুষ এত ভালোভাবে শিখিয়ে পড়িয়ে নিয়েছেন, যে এখন আমার মনে হচ্ছে আমি এবারে অবসর নিতেই পারি। এখন আর আমায় দুষ্মন্তকে কিছু শেখাতে হবে না।”

তিনি আরও জানিয়েছেন, “এখানে সমস্ত বিধায়করা উপস্থিত রয়েছেন এবং আমার মনে হয় না তাঁদের উপর আর নজর রাখার কোনও প্রয়োজন আছে। তাঁরা প্রত্যেকেই নিজে থেকে মানুষের জন্য কাজ করছেন।” পাশাপাশি, এদিন রাজে ওই এলাকায় শেষ তিন দশক জুড়ে হওয়া উন্নয়নমূলক কাজের উল্লেখ করেছেন। তাঁর মতে, ঝালাওয়াড় অঞ্চলে গত তিন দশকে সড়ক, রেল ও আকাশপথে পরিবহণ বিশেষভাবে উন্নত হয়েছে।

শুক্রবার রাজস্থানের অশোক গেহলটের কংগ্রেস সরকারকে বেকারত্ব এবং সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলি নিয়ে কটাক্ষও করেছেন বসুন্ধরা। তাঁর দাবি, মানুষ যদি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে রাজস্থান আবারও দেশের মধ্যে সেরা রাজ্য হতে পারে। তিনি জানান, “এখন সারা দেশের মানুষ জানতে চান ঝালাওয়াড়ের ঠিকানা। সবাই এখানে বিনিয়োগ করতে চান।

‘এবার তাহলে আমি অবসর নিতে পারি’, মরুরাজ্যে বিধানসভা ভোটের আগেই কেন এমন কথা বললেন বসুন্ধরা রাজে?
Electoral Bonds: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মুখে ২৯তম ইলেক্টোরাল বন্ডের বিক্রি শুরু ৬ নভেম্বর
‘এবার তাহলে আমি অবসর নিতে পারি’, মরুরাজ্যে বিধানসভা ভোটের আগেই কেন এমন কথা বললেন বসুন্ধরা রাজে?
কোন জাদুতে ৩ বছরে ১০ লাখ থেকে বেড়ে ১০ কোটি? শিশির অধিকারীর সম্পত্তির তথ্য প্রকাশ করে প্রশ্ন কুণালের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in