Nitish Kumar: ভোট ঘোষণা হলেই জোট ছাড়বে অনেক দল, এখন ভয়ে নরেন্দ্র মোদীর এনডিএ-র সঙ্গে - দাবি নীতিশের

আমি এখনই কোনও নাম নিতে চাইছি না, কিন্তু এরকম অনেক দল আছে, বিজেপি যাদের সম্পর্কে খবরই রাখে না। তারা এই মুহূর্তে এনডিএ-র সঙ্গে আছে শুধুমাত্র ভয়ের কারণে। নির্বাচন ঘোষণা হলেই তারা এনডিএ ছেড়ে বেরিয়ে আসবে।
নীতিশ কুমার
নীতিশ কুমারফাইল ছবি, সংগৃহীত

অনেকেই এখনও ভয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনডিএ-র সঙ্গে আছে। নির্বাচনের আগেই এরা এনডিএ ছেড়ে যাবে। শুক্রবার চাঞ্চল্যকর এই দাবি করেছেন বিহারের মুখ্যমন্ত্রী এবং অতীত এনডিএ জোটসঙ্গী নীতিশ কুমার

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময় জেডি(ইউ) নেতা জানান, আমরা সকলেই এনডিএ-র সঙ্গে হাত মিলিয়েছিলাম দেশের উন্নতির জন্য। আমি এখনই কোনও নাম নিতে চাইছি না, কিন্তু এরকম অনেক দল আছে, বিজেপি যাদের সম্পর্কে খবরই রাখে না। তারা এই মুহূর্তে এনডিএ-র সঙ্গে আছে শুধুমাত্র ভয়ের কারণে। নির্বাচন ঘোষণা হলেই তারা এনডিএ ছেড়ে বেরিয়ে আসবে।

একইসঙ্গে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে আলোচনার সময় নরেন্দ্র মোদীর সংসদে অনুপস্থিতি নিয়েও তিনি সমালোচনা করেন। এই প্রসঙ্গে নীতিশ বলেন, সংসদে অধিবেশন চলছে আর মানুষজন ঘুরে বেড়াচ্ছেন। অটল বিহারী বাজপেয়ীর আমলে আমিও যখন মন্ত্রী ছিলাম তখন আমরা সংসদের প্রতিটি খুঁটিনাটি বিষয়ের প্রতি খেয়াল রাখতাম।

জেডি(ইউ) নেতা জানান, তিনি মনে করেন বিরোধীরা মণিপুরের ঘটনা প্রসঙ্গে অনাস্থা প্রস্তাব এনে সঠিক কাজ করেছে। কারণ তারা এভাবেই মণিপুরের ঘটনা দেশের সামনে তুলে ধরতে চেয়েছে। যদিও শাসক দল মিডিয়ার দখল নিয়েছে। তাই সেখানে বিরোধীদের নিয়ে আলোচনা কম। যদিও শাসক দল কী বলছে, কী করছে তা নিয়ে সমানে প্রচার চলে। আমি তাই এখন এইসব খবর এড়িয়ে চল।

বিজেপি প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি আমাদের সমালোচনা করলেও ২০২০ নির্বাচনের সময় চিরাগ পাশোয়ানের লোক জনশক্তি পার্টিকে আমার দলের বিরুদ্ধে লাগানো হয়েছিল। ওইসময় লোক জনশক্তি পার্টি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে এবং যেখানে যেখানে জেডিইউ-এর প্রার্থী ছিল তার অধিকাংশ জায়গাতেই বিক্ষুব্ধ বিজেপি নেতাদের প্রার্থী করে। যার ফলে জেডিইউ-এর আসনসংখ্যা অনেকটাই কমে যায়।

তিনি আরও বলেন, নির্বাচনের পর আমি মুখ্যমন্ত্রী হতে চাইনি। কিন্তু বিজেপি আমকে জোর করে মুখ্যমন্ত্রী হতে বাধ্য করে। তারা তাঁদের সংখ্যা নিয়েই উল্লসিত ছিল। যদিও বিজেপি ভুলে গেছে অতীতে আমরা যখন একসঙ্গে লড়াই করেছি তখনও বিজেপির থেকে বেশি আসনে জয়ী হয়েছিল জেডিইউ।

এদিন নীতিশ বলেন, আমরা বিহারের গ্রামে গ্রামে নলবাহিত জল এবং বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। যদিও বিজেপি সেটা নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে। যা ঠিক নয়।

নীতিশ কুমার
‘সংসদে প্রধানমন্ত্রীর মন্তব্যে আমরা সকলে হতাশ’, কটাক্ষ তেজস্বী যাদবের
নীতিশ কুমার
Haryana: নুহতে হিংসা ছড়ানোয় মদত! মনু মানেসরকে গ্রেফতারের দাবিতে সরব কৃষক সংগঠন সহ অন্যান্যরা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in