

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ কমলনাথের বিজেপি যোগের জল্পনা সম্পূর্ণ ভুয়ো। এমনটাই দাবি করলেন মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি। তিনি আরও বলেন, কমলনাথের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
কিছুদিন ধরেই শোনা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেবেন কমলনাথ এবং তাঁর পুত্র নকুলনাথ। কিন্তু সেই জল্পনা ওড়ালেন জিতু। রবিবার তিনি বলেন, 'গুজব ছড়িয়েছে যে কমল নাথ বিজেপিতে যাচ্ছেন। মিডিয়ার কীভাবে অপব্যবহার করতে হয় তা এই গুজব দেখলেই বোঝা যায়। কমল নাথের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে'।
তিনি আরও বলেন, 'কমলনাথ একজন কংগ্রেসী ব্যক্তি আর আজীবন তাই থাকবেন। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি কংগ্রেস করবেন। এটা তিনিই ঠিক করেছেন। তাঁরই বক্তব্য এটা'।
জানা যাচ্ছিল ১০-১২ জন কংগ্রেস বিধায়ক নিয়ে পুত্র সহ বিজেপিতে যোগ দেবেন কমলনাথ। সেই জল্পনা আরও বাড়িয়েছিলেন কমল পুত্র নকুলনাথ। তিনি তাঁর এক্স হ্যান্ডেল থেকে কংগ্রেস পরিচয় মুছে ফেলেন। সেখানে শুধু লেখা সাংসদ। কোন দলের সাংসদ তার কোনো উল্লেখ নেই।
এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা জানিয়েছিলেন, "আমি বিশ্বাস করিনা কমলনাথ বিজেপিতে যোগ দেবেন। যদি এরকম কিছু হয় তা লোকসভা নির্বাচনের মুখে কংগ্রেসের পক্ষে বড়ো আঘাত হবে। গত পাঁচ-ছয় বছরে কমলনাথ রাজ্য কংগ্রেসকে ঢেলে সাজিয়েছেন।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন