জয়প্রকাশ ভাই পটেল
জয়প্রকাশ ভাই পটেলছবি সৌজন্যে কংগ্রেসের এক্স হ্যান্ডেল

Lok Sabha Polls 24: ফের ধাক্কা বিজেপি শিবিরে, কংগ্রেসে যোগ ঝাড়খন্ডের বিধায়কের

People's Reporter: কংগ্রেসের যোগদান করে জয়প্রকাশ জানান, “আমি কোনও পদের লোভে কংগ্রেসে যোগ দিইনি। আমার বাবার স্বপ্নপূরণ করতে নতুন দলে এলাম।”

লোকসভার আগে লাগাতার বিজেপি শিবিরে ধাক্কা দিচ্ছে কংগ্রেস। পরপর নেতারা পদ্ম শিবির ছেড়ে হাত শিবিরে ভিড়ছেন। এবার ঝাড়খন্ডে। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ঝাড়খন্ডের মান্ডু কেন্দ্রের বিধায়ক জয়প্রকাশ ভাই পটেল। কংগ্রেস সূত্রে খবর, তিনি হাজারিবাগ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

বুধবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে ঝাড়খণ্ডে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম আহমেদ মির, সে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর, চম্পই সোরেন মন্ত্রিসভার সদস্য আলমগির আলম এবং প্রবীণ নেতা পবন খেরার উপস্থিতিতে কংগ্রেসের যোগ দেন জয়প্রকাশ ভাই পটেল।

কংগ্রেসের যোগদান করে জয়প্রকাশ জানান, “আমি কোনও পদের লোভে কংগ্রেসে যোগ দিইনি। আমার বাবার স্বপ্নপূরণ করতে নতুন দলে এলাম।” 

জয়প্রকাশ ভাই পটেলের বাবা প্রয়াত টেকলাল মাহাতো ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) সদস্য ছিলেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ঝাড়খন্ডের গিরিডির সাংসদ ছিলেন। ২০১১ সালে প্রয়াত হন তিনি। এরপর ২০১৪ সালে বাবার আসনে জেএমএমের প্রার্থী হয়ে ভোটে জিতে সাংসদ হন জয়প্রকাশ।

এরপর ২০১৯ সালের অক্টোবর মাসে ঝাড়খন্ডের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন জয়প্রকাশ। সেবার বিজেপির প্রতীকে ভোটে জিতে ওই বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন তিনি। বুধবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ জয়প্রকাশের।

কংগ্রেসে যোগ দিয়ে জয়প্রকাশ জানান, এবারের লোকসভায় ঝাড়খন্ডে ১৪ টি আসনে পাবে বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া'। ১৩ মে থেকে ১ জুন মোট ৪ দফাতে হবে ঝাড়খন্ডের ভোট। হাজারিবাগ লোকসভা কেন্দ্রে ভোট আগামী ২০ মে।

অন্যদিকে, জয়প্রকাশের দলবদল নিয়ে ওই রাজ্যে বিজেপির মুখপাত্র প্রতুল নাথ শাহদেও বলেছেন, “যখন গোটা দেশ মোদী মোদী চিৎকার করছে, তখন তিনি ডুবন্ত নৌকা বেছে নিয়েছেন। যাইহোক, তাঁর প্রতি আমার শুভকামনা রইল।“

 জয়প্রকাশ ভাই পটেল
Lok Sabha Polls 24: ৫০০ টাকায় LPG গ্যাস, NEET বাতিল - নির্বাচনী ইস্তেহারে একাধিক চমক DMK-র
 জয়প্রকাশ ভাই পটেল
Kerala: কেরলে প্রধানমন্ত্রীর রোড শোতে 'অনুপস্থিত' বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী, কটাক্ষ সিপিআইএম-র
 জয়প্রকাশ ভাই পটেল
Lok Sabha Polls 24: 'বিজেপি আমার সঙ্গে বেইমানি করেছে', ক্ষোভ উগরে তৃণমূলে ফিরলেন প্রাক্তন বিধায়ক
 জয়প্রকাশ ভাই পটেল
Lok Sabha Polls 24: বাংলার ছ’য় কেন্দ্রকে ‘আর্থিক স্পর্শকাতর’ ঘোষণা কমিশনের, নির্দেশ বাড়তি নজরদারির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

logo
People's Reporter
www.peoplesreporter.in