Lok Sabha Polls 24: ৫০০ টাকায় LPG গ্যাস, NEET বাতিল - নির্বাচনী ইস্তেহারে একাধিক চমক DMK-র

People's Reporter: ভারত জুড়ে সমস্ত মহিলাদের জন্য এক হাজার টাকা মাসিক ভাতা প্রদান করা হবে। কলেজের পড়ুয়ারা প্রতি মাসে এক জিবি ডেটা সহ একটি বিনামূল্যের সিম কার্ড পাবেন।
এম কে স্ট্যালিন
এম কে স্ট্যালিনফাইল ছবি সংগৃহীত
Published on

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ইস্তেহার প্রকাশ করেন। মোদী সরকারকে টেক্কা দিতে একাধিক নতুন চমক রয়েছে এই ইস্তেহার পত্রে। পাশাপাশি এদিনই লোকসভা নির্বাচনের জন্য দলের তরফে ২১ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ডিএমকে।

ডিএমকে-র ইস্তেহার পত্রে শ্রীলঙ্কান তামিলদের নাগরিকত্ব দেওয়া থেকে শুরু করে সিএএ বাতিল, মহিলাদের জন্য মাসিক এক হাজার টাকা ভাতা, পেট্রোল-ডিজেলের দাম কমানো সহ একাধিক প্রতিশ্রুতি রয়েছে।

এক নজরে ডিএমকের ইস্তেহার পত্রের কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি –

·         পুদুচেরিকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া হবে।

·         NEET বাতিল করা হবে।

·         জাতীয় শিক্ষানীতি বাতিল করা হবে।

·         মহিলাদের জন্য ৩৩শতাংশ আসন সংরক্ষণ অবিলম্বে কার্যকর করা হবে।

·         সরকার দেশের সব স্কুলে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার প্রকল্প বাস্তবায়ন করবে।

·         নাগরিকত্ব সংশোধনী আইন (CAA-2019) বাতিল করা হবে।

·         কলেজের পড়ুয়ারা প্রতি মাসে এক জিবি ডেটা সহ একটি বিনামূল্যের সিম কার্ড পাবেন।

·         সংশ্লিষ্ট রাজ্যের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ শতাংশ সংরক্ষণ।

·         ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার বিধান বাতিল করা হবে।

·         ভারতে বসবাসরত শ্রীলঙ্কান তামিলদের নাগরিকত্ব দেওয়া হবে।

·         ভারত জুড়ে সমস্ত মহিলাদের জন্য এক হাজার টাকা মাসিক ভাতা প্রদান করা হবে।

·         এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হবে ৫০০ টাকা। পেট্রোল ৭৫ টাকা এবং ডিজেলের দাম কমিয়ে ৬৫ টাকা করা হবে।

·         শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ মুকুব করা হবে।

·         জাতীয় সড়কে টোল বুথ সম্পূর্ণ অপসারণ করা হবে।

·         বিভক্ত জম্মু ও কাশ্মীরে রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনা হবে।

·         চেন্নাইয়ে সুপ্রিম কোর্টের একটি শাখা থাকবে।

চেন্নাইতে এদিনের নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে স্ট্যালিন ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাংসদ তথা এম কে স্টালিনের বোন কানিমোঝি এবং অন্যান্য দলের নেতারাও।

এম কে স্ট্যালিন
ভোটের আগে বেঙ্গালুরু বিস্ফোরণ নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে মোদীর মন্ত্রী, চাইলেন ক্ষমা
এম কে স্ট্যালিন
Sonam Wangchuk: প্রতিশ্রুতি রাখতে অস্বীকার করেছে বিজেপি সরকার - পরিবেশবিদ ওয়াংচুকের অনশন ১৫ দিনে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in