Interim Budget 2024: আরও মহিলা হবেন ‘লাখপতি দিদি’, ভোটের অঙ্কে নজরে নারীশক্তি

People's Reporter: বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় নির্মলা ঘোষণা করেছেন, ‘‘গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের প্রকল্প ‘লাখপতি দিদি’কে আরও প্রসারিত করার পরিকল্পনা করেছে কেন্দ্র।’’
এবারের বাজেটে নারীত্বের উৎযাপন,
এবারের বাজেটে নারীত্বের উৎযাপন, গ্রাফিক্স - আকাশ

আসন্ন লোকসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার হয়ে গেল কেন্দ্রের অন্তর্বতী বাজেট ঘোষণা। বাজেট শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা গিয়েছিল, এবারের বাজেট হবে নারীত্বের উৎযাপন। আর বাজেট শুরুর পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বক্তৃতাতেও সেই একই সুর শোনা গেল। নতুন ঘোষণা করলেন মহিলাদের প্রকল্পেও। যার মধ্যে অন্যতম ‘লাখপতি দিদি’।

বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় নির্মলা ঘোষণা করেছেন, ‘‘গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের প্রকল্প ‘লাখপতি দিদি’কে আরও প্রসারিত করার পরিকল্পনা করেছে কেন্দ্র।’’ নির্মলা জানিয়েছেন, এতদিন ‘লাখপতি দিদি’ প্রকল্পের লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়ন। সেই মাত্রা আগামী দিনে বাড়িয়ে ৩ কোটি করা হচ্ছে। 

কারা এই লাখপতি দিদি? গত বছর আগস্টেই বিশ্বকর্মা প্রকল্প ঘোষণার পাশাপাশি লাখপতি দিদি প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। এই প্রকল্পে গ্রামীণ এলাকার মহিলাদের নানা রকম কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। যার সাহায্যে প্রতি বছর অন্তত ১ লক্ষ টাকা করে উপার্জন করতে সমর্থ হবেন এই মহিলারা। মূলত গ্রামীণ মহিলাদের আর্থিক ভাবে স্বাধীন করাই ছিল এই প্রকল্পের লক্ষ্য। 

কেন্দ্র জানিয়েছিল, তারা আগামী দিনে গ্রামীণ ভারতে এমন ২ কোটি লাখপতি দিদি তৈরি করার পরিকল্পনা করেছে। এদিন বাজেটে সেই সংখ্যাই আরও বৃদ্ধির ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা।  

এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তৃতায় একাধিকবার নারী ক্ষমতায়নের বিষয় উঠে এসেছে। তিনি জানান, দেশে আবাস যোজনায় যে বাড়ি হয়েছে, তার ৭০ শতাংশ মালিকানা মহিলাদের। কর্মজীবী মহিলার সংখ্যাও এই পাঁচ বছরে ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আশাকর্মী থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের নানাবিধ সুবিধার প্রসঙ্গও উল্লিখিত হয়েছে অন্তর্বর্তী বাজেটে।

ভোটের আগে অন্তর্বতী বাজেট দেখে রাজনৈতিক মহলের দাবি, মহিলা ভোটকেই মূল লক্ষ করতে চলেছেন বিজেপি সরকার। এদিন নির্মলা সীতারমনের ভাষণে ছিল, এতদিন তারা কী করেছেন, আগামী দিনে তারা কী পরিকল্পনা করছে। এ বারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চারটি বিষয়ে— নারী, যুব, গরিব এবং অন্নদাতা। 

এবারের বাজেটে নারীত্বের উৎযাপন,
Interim Budget 2024: লোকসভা নির্বাচনের আগে বাজেটে কী কী পেলেন দেশবাসী, দেখে নিন এক নজরে
এবারের বাজেটে নারীত্বের উৎযাপন,
Paytm: বন্ধ হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত লেনদেন! RBI-এর নির্দেশে বিপুল ক্ষতির মুখে সংস্থা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in