Paytm: বন্ধ হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত লেনদেন! RBI-এর নির্দেশে বিপুল ক্ষতির মুখে সংস্থা

People's Reporter: এই ঘোষণার পরেই বৃহস্পতিবার এক ধাক্কায় সংস্থার শেয়ারের দর ২০ শতাংশ কমে গিয়েছে। বুধবার পেটিএমের প্রতিটি শেয়ারের দাম ছিল ৭৬১ টাকা। বৃহস্পতিবার সকালে তা দাঁড়ায় ৬০৯ টাকা।
Paytm: বন্ধ হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত লেনদেন! RBI-এর নির্দেশে বিপুল ক্ষতির মুখে সংস্থা
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

পেটিএম ব্যবহারকারীদের জন্য দুঃখের খবর। মার্চ মাস থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত লেনদেন বন্ধ হয়ে যাবে। তবে অ্যাকাউন্টে যদি টাকা থাকে শুধুমাত্র সেটিই ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কড়া নির্দেশের পরই পরেই ধস নেমেছে পেটিএমের শেয়ারে। বৃহস্পতিবার এক ধাক্কায় বেসরকারি ব্যাঙ্কিং সংস্থার শেয়ারের দর ২০ শতাংশ কমে গিয়েছে। এই নির্দেশের ফলে ৩০০ কোটির বেশি ক্ষতির মুখে পড়তে পারে পেটিএম।

অনলাইন লেনদেনের জন্য কমবেশি প্রায় সকল ভারতীয়ই পেটিএম অ্যাপ ব্যবহার করে থাকেন। অল্প সময়ে খুব সহজেই পেটিএম মারফত এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা ট্রান্সফার হয়ে যায়। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নিয়ম ভঙ্গ করেছে পেটিএম। যার জেরে কড়া শাস্তির মুখে পড়তে হলো পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে।

রিজার্ভ ব্যাঙ্কের শাস্তির ফলে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক মারফত ইনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI), আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম (AEPS)-র মতো পরিষেবা গুলি ২৯ ফেব্রুয়ারির পর আর ব্যবহার করা যাবে না।

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে টাকা থাকলে তা তুলে নিতে পারবেন গ্রাহকরা। তবে নতুন করে জমা করা যাবে না। ওয়ান৯৭ কমিউনিকেশনের সমস্ত নোডাল অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে।

আরবিআই-র তরফ থেকে আরও জানানো হয়েছে, গ্রাহকের অ্যাকাউন্ট, প্রিপেড মাধ্যম, ওয়ালেট, ফাস্টট্যাগ ক্ষেত্রগুলিতে টাকা ক্রেডিট বা ডিপোজিট করা যাবে না। তবে পেটিএম-র সাথে অন্য ব্যাঙ্কের লিঙ্ক যুক্ত থাকলে সেটি ব্যবহার করা যাবে।

রিজার্ভ ব্যাঙ্কের শাস্তির ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পেটিএম। তাদের বার্ষিক আয় থেকে ৩০০ থেকে ৫০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে পারে পেটিএম। ২০২২ সালের ১১ মার্চ পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আর কেউ অ্যাকাউন্ট খুলতে পারবেন না বলে নির্দেশ জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর থেকেই মনে করা হচ্ছিল বড় কোনো শাস্তি মুখে পড়তে পারে সংস্থাটি।

অন্যদিকে এই ঘোষণার পরেই ধস নেমেছে পেটিএমের শেয়ারে। বৃহস্পতিবার এক ধাক্কায় বেসরকারি ব্যাঙ্কিং সংস্থার শেয়ারের দর ২০ শতাংশ কমে গিয়েছে। বুধবার পেটিএমের প্রতিটি শেয়ারের দাম ছিল ৭৬১ টাকা। তবে বৃহস্পতিবার সকালে তা কমে দাঁড়ায় ৬০৯ টাকা।

Paytm: বন্ধ হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত লেনদেন! RBI-এর নির্দেশে বিপুল ক্ষতির মুখে সংস্থা
হেমন্ত সোরেনের পর ঝাড়খণ্ডের কুর্সিতে বসতে চলা চম্পাই সোরেন সম্পর্কে অজানা কিছু কথা
Paytm: বন্ধ হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত লেনদেন! RBI-এর নির্দেশে বিপুল ক্ষতির মুখে সংস্থা
উত্তরের দুর্গম এলাকার পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস রাজ্যের, রেলের তরফেও বিশেষ সুবিধা; দেখুন এক নজরে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in