হরিয়ানায় পঞ্চায়েত ও জেলা পরিষদ নির্বাচনে ধরাশায়ী BJP! ১টি আসনও এল না রাম রহিমের পঞ্চকুলায়

১৪৩ টি পঞ্চায়েত সমিতি ও ২২টি জেলা পরিষদ নির্বাচনে কংগ্রেস সমর্থিত নির্দল পেয়েছে ৯৫টি আসন, বিজেপি পেয়েছে ৫৮টি আসন।
হরিয়ানায় পঞ্চায়েত ও জেলা পরিষদ নির্বাচনে ধরাশায়ী বিজেপি
হরিয়ানায় পঞ্চায়েত ও জেলা পরিষদ নির্বাচনে ধরাশায়ী বিজেপিগ্রাফিক্স - নিজস্ব

হরিয়ানা পঞ্চায়েত নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়ল বিজেপি। ধর্ষণ ও খুনের দায়ে শাস্তিপ্রাপ্ত আসামী গুরমীত রাম রহিমের ডেরা পঞ্চকুলায় জেলা পরিষদ নির্বাচনে ১০টির মধ্যে একটিও আসন পেল না গেরুয়া শিবির। অন্যদিকে আশাতীত সাফল্য লাভ করেছেন কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীরা।

হরিয়ানার পঞ্চায়েত নির্বাচন চলাকালীন প্যারোলে মুক্তি পেয়েছিল স্বঘোষিত ধর্মগুরু ডেরা সাচ্চা প্রধান রাম রহিম। প্যারোলে মুক্তি পেয়ে নিজের ডেরায় একের পর এক সৎসঙ্গের শিবির করেছেন তিনি, যেখানে বিজেপি নেতাদের নিয়মিত দেখা যেত। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, ভোটের জন্যই রাম রহিমকে প্যারোলে মুক্তি দিয়েছিল হরিয়ানা সরকার।

কেবল মাত্র পঞ্চকুলা নয়, গোটা হরিয়ানা পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। হরিয়ানার ২২টি জেলা পরিষদ মিলিয়ে মোট সদস্য সংখ্যা ৪১১। অন্যদিকে, ১৪৩টি পঞ্চায়েত সমিতিতে সদস্য সংখ্যা মোট ৩,০৮১। জেলা পরিষদ এবং পঞ্চায়েতের সভাপতি নির্বাচনের জন্য মোট ৩ দফায় ভোট গ্রহণ হয়েছিল। ফলাফল প্রকাশ করা হয় রবিবার।

১৪৩ টি পঞ্চায়েত সমিতি এবং ২২টি জেলা পরিষদ নির্বাচনে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীরা পেয়েছেন ৯৫টি আসন, বিজেপি পেয়েছে ৫৮টি আসন, কংগ্রেস পেয়েছে ২৬টি আসন এবং ৬টি আসন পেয়েছে আম আদমি পার্টি। যথেষ্ট ভালো ফল করেছে জননায়ক জনতা পার্টিও (জেজেপি)। মোট ১৪ টি আসনে জয়লাভ করেছে জেজেপি। এ ছাড়া আইএনএলডি পেয়েছে ৬টি আসন এবং বিএসপি পেয়েছে ৫টি আসন। গুরুগ্রামে ১০টি আসনের মধ্যে বিজেপি দখল করতে পেরেছে মাত্র ৪টি আসন, ৩টি আসন পেয়েছে আম আদমি পার্টি এবং ২টি আসন পেয়েছে আইএনএলডি (লোকদল)।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির এই হারের পিছনে রয়েছে হরিয়ানার কৃষকদের অসন্তোষ এবং ক্ষোভ। হরিয়ানার একটা বড় অংশের কৃষক বিজেপি শাসিত রাজ্যের উপর বীতশ্রদ্ধ। এরই প্রভাব পড়েছে পঞ্চায়েত এবং জেলা পরিষদ নির্বাচনে।

তবে একথা কিঞ্চিৎ মানতে রাজি হলেও গেরুয়া শিবিরের দাবি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় অঞ্চলগুলির জাতপাতের সমীকরণ অনেকাংশেই প্রভাব ফেলেছে।

হরিয়ানায় পঞ্চায়েত ও জেলা পরিষদ নির্বাচনে ধরাশায়ী বিজেপি
মহিলাদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের ৭২ ঘণ্টা পর ক্ষমা চাইলেন রামদেব
হরিয়ানায় পঞ্চায়েত ও জেলা পরিষদ নির্বাচনে ধরাশায়ী বিজেপি
Pre-budget Meeting: ‘সস্তা তামাশা’ - সীতারমনের প্রাক-বাজেট আলোচনা বয়কট দেশের ১০ বড় ট্রেড ইউনিয়নের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in