Goa Polls 22: নির্বাচিত হলে দলত্যাগ করবো না - রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেস প্রার্থীদের শপথ গ্রহণ

রাহুল গান্ধীর উপস্থিতিতে শুক্রবার গোয়ায় কংগ্রেস-গোয়া ফরওয়ার্ড জোটের সমস্ত প্রার্থীরা নির্বাচিত হলে বিধায়ক হিসাবে তাদের পাঁচ বছরের মেয়াদে দলবদল অথবা পদত্যাগ না করার শপথ নিলেন।
কংগ্রেস জোটের প্রার্থীদের শপথ গ্রহণ
কংগ্রেস জোটের প্রার্থীদের শপথ গ্রহণছবি গোয়া কংগ্রেস ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

রাহুল গান্ধীর উপস্থিতিতে শুক্রবার গোয়ায় কংগ্রেস-গোয়া ফরওয়ার্ড জোটের সমস্ত প্রার্থীরা নির্বাচিত হলে বিধায়ক হিসাবে তাদের পাঁচ বছরের মেয়াদে দলবদল অথবা পদত্যাগ না করার শপথ নিলেন। আজই নির্বাচনী প্রচারে অংশ নিতে দিনব্যাপী গোয়া সফরে এসেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আগামী ১৪ ফেব্রুয়ারি ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভার নির্বাচন।

পানাজি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী এলভিস গোমস শপথ গ্রহণের পর সাংবাদিকদের বলেন, "অনেক রাজনীতিবিদ বিধায়ক হওয়ার জন্য কংগ্রেস দলের টিকিট ব্যবহার করেছেন এবং নির্বাচিত হবার পর পদত্যাগ করেছেন৷ এই শপথ গ্রহণ কংগ্রেসের প্রতি গোয়ার জনগণের বিশ্বাসকে পুনরায় নিশ্চিত করবে যে কংগ্রেস বিধায়করা নির্বাচিত হওয়ার পরে দলত্যাগ করবেন না।

গত মাসে, সমস্ত কংগ্রেস প্রার্থীরা দলত্যাগের বিরুদ্ধে মন্দির, গির্জা এবং দরগাহর মতো ধর্মীয় উপাসনালয়ে একই রকম শপথ নিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের নির্বাচনে বিধানসভায় নির্বাচিত ১৭ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ১৫ জনই দল ছেড়েছিলেন। যার ফলে একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও ক্ষমতা থেকে দূরে থাকতে হয় কংগ্রেসকে।

এই সপ্তাহের শুরুর দিকে, আম আদমি পার্টির প্রার্থীরা দলের জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে হলফনামায় স্বাক্ষর করেছেন যাতে তারা নির্বাচিত হওয়ার পরে দলত্যাগ না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কংগ্রেস জোটের প্রার্থীদের শপথ গ্রহণ
Goa Polls 22: কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি, ৪ বছরে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের সম্পদ বেড়েছে ৩ গুণ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in