ছত্তিশগড়ের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ক্ষমতা ফিরে পাবার সম্ভাবনা প্রবল। এই নির্বাচনে কংগ্রেস পেতে পারে ৪৮ থেকে ৫৪ আসন। কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি পেতে পারে ৩৫ থেকে ৪১ আসন। অন্যান্যরা পেতে পারে ০ থেকে ৩ আসন। এবিপি-সি ভোটারের জনমত সমীক্ষা থেকে এই তথ্য উঠে এসেছে।
সম্প্রতি ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন নিয়ে এক জনমত সমীক্ষা করে এবিপি-সি ভোটার। যে সমীক্ষায় ৭,৬৭৯ জনকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে এবং তার ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই বছরের শেষে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ে কংগ্রেস পেয়েছিল ৪৩.১ শতাংশ ভোট। এবার তা ২.৫ শতাংশ বেড়ে হতে পারে ৪৫.৬ শতাংশ। অন্যদিকে বিজেপির ৩৩ শতাংশ ভোট বেড়ে হতে পারে ৪২.১ শতাংশ। অন্যান্যরা গতবার পেয়েছিল ২৩.৯ শতাংশ। এবার তা কমে হতে পারে ১৩.৩ শতাংশ।
সমীক্ষা রিপোর্ট অনুসারে, গত নির্বাচনে মধ্য ছত্তিশগড়ে কংগ্রেস যেখানে ৪১.৭ শতাংশ ভোট পেয়েছিল এবার সেখানে কংগ্রেস পেতে পারে ৪৫.৭ শতাংশ ভোট। কংগ্রেসের পক্ষে ভোট সুইং হবার সম্ভাবনা ৪ শতাংশ। অন্যদিকে বিজেপির ভোট বাড়তে পারে ৮.৬ শতাংশ। গতবার এই রাজ্যে বিজেপি পেয়েছিল ৩২.৭ শতাংশ এবং এবার পেতে পারে ৪১.৩ শতাংশ ভোট। অন্যান্যরা গতবার পেয়েছিল ২৫.৬ শতাংশ ভোট। যা এবার কমে হতে পারে ১৩ শতাংশ।
এই অঞ্চলের মোট আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ৩৪ থেকে ৩৮ আসন এবং বিজেপি পেতে পারে ২৫ থেকে ২৯ আসন। অন্যান্যরা পেতে পারে ০ থেকে ২ আসন।
উত্তর ছত্তিশগড়ে কংগ্রেসের ভোট কমতে পারে ৩.৪ শতাংশ। গত বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে কংগ্রেস পেয়েছিল ৪৬.৭ শতাংশ ভোট। যা এবার কমে হতে পারে ৪৩.৩ শতাংশ। অন্যদিকে ১১ শতাংশ বেড়ে বিজেপির ভোট ৩২.৮ শতাংশ থেকে পৌঁছে যেতে পারে ৪৩.৮ শতাংশে। অন্যান্যদের ভোট ২০.৫ শতাংশ থেকে কমে হতে ১২.৯ শতাংশ।
এই অঞ্চলে কংগ্রেস এবং বিজেপি দুই দলই ৫ থেকে ৯টি আসন পেতে পারে। অন্যান্যরা পেতে পারে ০ থেকে ১টি আসন।
দক্ষিণ ছত্তিশগড়ে কংগ্রেসের ভোট বাড়তে পারে ০.৯ শতাংশ। গতবার বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৪৭.৪ শতাংশ ভোট। এবার যা হতে পারে ৪৮.৩ শতাংশ। বিজেপি গতবারের প্রাপ্ত ৩৫.১ শতাংশ ভোট ১.৪ শতাংশ বেড়ে হতে পারে ৩৬.৫ শতাংশ। এই অঞ্চলে অন্যান্যদের ভোট ১৭.৫ শতাংশ থেকে কমে হতে পারে ১৫.২ শতাংশ।
আসনের বিচারে দক্ষিণ ছত্তিশগড়ে কংগ্রেস পেতে পারে ৬ থেকে ১০ আসন। বিজেপি পেতে পারে ২ থেকে ৬ আসন এবং অন্যান্যরা পেতে পারে ০ থেকে ১ আসন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন