Rahul Gandhi: "যা খুশি তাই বলতে পারেন মিঃ মোদী, আমরা INDIA" - প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণে রাহুল

এক ট্যুইটে রাহুল গান্ধী বলেন, “আপনি আমাদের যা খুশি তাই বলতে পারেন মাননীয় মোদী। আমরা ‘ইন্ডিয়া’-ই। আমরা মণিপুরে শান্তি ফেরানোর চেষ্টা করব এবং প্রতিটি মহিলা এবং শিশুর চোখের জল মোছানোর চেষ্টা করব।
রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীফইল ছবি সংগৃহীত

নজিরবিহীন ভাষায় বিরোধীদের মঞ্চ 'I-N-D-I-A'-কে ‘মুজাহিদিন’-দের সঙ্গে তুলনা করে আক্রমণের কিছুক্ষণের মধ্যেই এনডিএ তথা বিজেপিকে পাল্টা আক্রমণের রাস্তায় হাটলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

মঙ্গলবার দুপুর ১.৪১ মিনিটে করা এক ট্যুইটে রাহুল গান্ধী বলেন, “আপনি আমাদের যা খুশি তাই বলতে পারেন মাননীয় মোদী। আমরা ‘ইন্ডিয়া’-ই। আমরা মণিপুরে শান্তি ফেরানোর চেষ্টা করব এবং প্রতিটি মহিলা এবং শিশুর চোখের জল মোছানোর চেষ্টা করব। আমরা সমস্ত মানুষের জন্য ভালোবাসা এবং শান্তি ফিরিয়ে আনবো। আমরা ভারতের ভাবনা নিয়ে মণিপুর পুনর্গঠন করব।

এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের মঞ্চ ‘ইন্ডিয়া’-র উদ্দেশ্যে মুখ খোলেন এবং ইন্ডিয়া-কে আক্রমণ করতে গিয়ে সন্ত্রাসবাদী গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিন এবং নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উল্লেখ করেন। বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই আক্রমণকে নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মণিপুর ইস্যুতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি I-N-D-I-A জোটকে 'দিশাহীন জোট' বলে কটাক্ষ করেছেন। জঙ্গিগোষ্ঠী "ইন্ডিয়ান মুজাহিদিন" এবং মৌলবাদী সংগঠন "পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া" এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম উল্লেখ করে তিনি বলেন, এই গোষ্ঠীগুলিতেও 'ইন্ডিয়া' শব্দটি রয়েছে।

আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে একসাথে হাত মিলিয়েছে ২৬টি বিরোধী দল। এই জোটের সম্মিলিত নাম রাখা হয়েছে I-N-D-I-A (Indian National Developmental Inclusive Alliance)। সংসদে বাদল অধিবেশনে মণিপুর ইস্যুতে একসাথে ঝাঁপিয়ে পড়েছেন I-N-D-I-A-র সাংসদরা। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে অনেকটাই ব্যাকফুটে বিজেপি শিবির। এই পরিস্থিতিতে বিরোধী জোটকে নজিরবিহীন আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।  

রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিরোধী জোট 'I-N-D-I-A'-কে জঙ্গিগোষ্ঠীর সাথে তুলনা প্রধানমন্ত্রীর, 'ভয় পেয়েছেন', পাল্টা বিরোধীরা
রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
INDIA for Manipur: মণিপুর নিয়ে সংসদে বিরোধীদের রাতভর প্রতিবাদ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in