Shashi Tharoor: একক ক্ষমতাসীন দল হলেও ২০২৪-এ বিজেপিকে সরকার গড়া থেকে আটকানো যাবে! নয়া সমীকরণ থারুরের

People's Reporter: শশী থারুর বলেন, "যেখানে যেখানে বিজেপির জোট সঙ্গীরা তাদের সাহায্য করবে না সেখানে সেখানে বিজেপির জয়লাভ কঠিন হয়ে যেতে পারে। এমনটাই আমি মনে করছি।"
বিজেপিকে হারানোর নতুন অঙ্ক শশী থারুরের
বিজেপিকে হারানোর নতুন অঙ্ক শশী থারুরেরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

বিজেপি একক ক্ষমতাসীন দল হলেও ২০২৪ লোকসভা নির্বাচনে তাদের সরকার গড়া থেকে আটকানো যেতে পারে নয়া সমীকরণে। সেই সমীকরণের কথা জানান কংগ্রেস নেতা শশী থারুর। তাঁর লক্ষ্য মূলত এনডিএ-তে বিজেপির জোট সঙ্গী দলগুলি।

কোঝিকোরে 'কেরালা সাহিত্য অনুষ্ঠানে' (KLF) বক্তব্য রাখতে গিয়ে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে সরকার গঠন থেলে আটকানোর নতুন সমীকরণের কথা বলেন শশী থারুর। তিনি বলেন, "যেখানে যেখানে বিজেপির জোট সঙ্গীরা তাদের সাহায্য করবে না সেখানে সেখানে বিজেপির জয়লাভ কঠিন হয়ে যেতে পারে। এমনটাই আমি মনে করছি। এমনটা হলে সবথেকে বেশি লাভ হবে ইন্ডিয়া জোটের জন্য।"

তিনি আরও বলেন, সব রাজ্যে হয়তো ইন্ডিয়া জোটের দলগুলি একত্রিত হয়ে লড়বে না। যেটা অন্যতম সমস্যা। তবে অনেক রাজ্যেই ইন্ডিয়া জোটের দলগুলি একসাথে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বলেই জানিয়েছে। সেই রাজ্যগুলিতে বাড়তি গুরুত্ব দিতে হবে এনডিএ-র অন্যান্য জোট সঙ্গীদের।

তামিলনাড়ু ও কেরালার উদাহরণ দিয়ে শশী থারুর বলেন, কেরালাতে কংগ্রেস-সিপিআইএম জোট করে নির্বাচনে লড়বে তা কল্পনা করাই খুব কঠিন। আবার তামিলনাড়ুর দিকে তাকালে দেখা যাবে সেখানে সিপিআই, সিপিআইএম, কংগ্রেস এবং ডিএমকে একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপির বিরুদ্ধে। সেখানে কোনো সমস্যাই নেই।

পাশাপাশি শশী থারুর জানান, একমাত্র মানুষই পারবে তাদের নির্বাচনী এলাকা থেকে সঠিক প্রার্থীকে বেছে নিতে। সকলেই জানেন যে বারাণসীর মানুষ মোদীকে ভোট দেবে। তাছাড়া বারাণসী কেন্দ্রের বাইরেও যদি তাঁকে পুনরায় প্রধানমন্ত্রী করার জন্য মানুষ ভোট (বিজেপিকে) দেন তাহলে সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। মানুষকেই ঠিক করতে হবে কাকে তাঁরা দক্ষ প্রশাসক হিসেবে আগামী লোকসভা নির্বাচনে দেখতে চান।

বিজেপিকে হারানোর নতুন অঙ্ক শশী থারুরের
Ration Scam: শঙ্কর আঢ্যের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিস-সহ কলকাতার একাধিক জায়গার তল্লাশি ইডির
বিজেপিকে হারানোর নতুন অঙ্ক শশী থারুরের
India Maldives: চিন সফর সেরেই ভারতকে সেনা সরানোর সময়সীমা বেঁধে দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু
বিজেপিকে হারানোর নতুন অঙ্ক শশী থারুরের
Milind Deora: কংগ্রেস ছাড়লেন মিলিন্দ দেওরা, 'সময় ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী' - দাবি রমেশের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in