আসামে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় আক্রমণ BJP-র! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি খাড়গের

People's Reporter: কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, "রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা হাজার হাজার মানুষকে উৎসাহিত করেছে। যা দেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভিত নড়ে গেছে।
কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা
কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রাছবি - রাহুল গান্ধীর ফেসবুক পেজ
Published on

কংগ্রেসের 'ভারত জোড়ো ন্যায় যাত্রায়' হামলা চালানোর অভিযোগ উঠছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। আসামের লখিমপুর জেলায় এই ঘটনা ঘটেছে বলেই অভিযোগ করছে কংগ্রেস।

আসাম কংগ্রেসের পক্ষ এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয়ের যুবক 'জয় শ্রী রাম' ধ্বনি দিয়ে একাধিক ব্যানার ছিঁড়ছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

ভিডিও দিয়ে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, "রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা হাজার হাজার মানুষকে উৎসাহিত করেছে। যা দেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভিত নড়ে গেছে। এমনকি গ্রেফতারের হুমকি দিয়ে যাত্রা আটকানোর চেষ্টাও করছেন। পাশাপাশি তাঁর অনুগামীরা পোস্টার ব্যানার ছিঁড়ছে"।

আসামের ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "আসামের লখিমপুরে বিজেপির দুষ্কৃতি দ্বারা ভারত জোড়ো ন্যায় যাত্রার গাড়িতে হামলা ও কংগ্রেসের ব্যানার ছেঁড়ার তীব্র প্রতিবাদ জানাই। গত ১০ বছরে ভারতের সাধারণ মানুষের প্রতিটি অধিকারকে ধ্বংস করেছে বিজেপি। ওরা চাইছে গণতন্ত্রকে হাইজ্যাক করতে"।

তিনি আরও লেখেন, "আসামের বিজেপি সরকার প্ররোচিত জঘন্য কাজের মাধ্যমে কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। কংগ্রেস দল বিজেপির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেবে"।

উল্লেখ্য, মণিপুরের থৌবাল জেলা থেকে ৬৬ দিনের যাত্রা শুরু হয়েছে। কংগ্রেসের ডাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ১০ বছরের শাসনকে "অন্যায় কাল" (অন্যায়ের সময়) হিসাবে অভিহিত করে যাত্রা শুরু হয়। ১৫টি রাজ্যের ১০০টি সংসদীয় নির্বাচনী এলাকার ১১০টি জেলার মধ্যে দিয়ে ৬,৭১৩ কিলোমিটার পথ অতিক্রম করে ২০ মার্চ মুম্বাইয়ে এই যাত্রা শেষ হবে।

কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা
TMC: ‘কোনও চ্যাং-ব্যাং ২৮ বছরের ছেলে ৭০ বছরের নেতৃত্বকে অবহেলা করবে, তা হবে না’, বিস্ফোরক হুমায়ন
কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা
রামমন্দির উদ্বোধন ঘিরে অনলাইন প্রতারণা শুরু, সতর্ক করল বিশ্ব হিন্দু পরিষদ  

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in