TMC: ‘কোনও চ্যাং-ব্যাং ২৮ বছরের ছেলে ৭০ বছরের নেতৃত্বকে অবহেলা করবে, তা হবে না’, বিস্ফোরক হুমায়ন

People's Reporter: হুমায়ুন বলেন, ‘‘অভিষেক সত্যিই যোগ্য নেতৃত্ব হয়ে উঠেছেন। তিনি শুধু ডায়মন্ড হারবারের সাংসদ নন। পাশাপাশি তিনি রাজ্যের ২ নম্বর (নেতা)। মমতার পরেই তাঁকে মানি।’’
ফের বিস্ফোরক হুমায়ন কবীর
ফের বিস্ফোরক হুমায়ন কবীরগ্রাফিক্স - আকাশ

শুক্রবার কালীঘাটের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কম কথা বলার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মীকে নিশানা করলেন হুমায়ুন। ওই কর্মীকে ‘তোলাবাজ’ বলে সরাসরি নিশানা তৃণমূল বিধায়কের। হুমায়নের দাবি, টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ব্লক সভাপতি ঠিক করে দিচ্ছেন তিনি।

রাজ্যের শাসক দলের অন্দরে বহুদিন ধরেই নবীন-প্রবীণ দ্বন্দ্ব চলছে। এবার এনিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ন। তাঁর দাবি, ‘‘কোনও চ্যাং-ব্যাং, ২৭-২৮ বছরের ছেলেরা ৬০, ৬২, ৭০ বছরের নেতৃত্বকে অবহেলা করবে, তাঁদের কর্তৃত্ব নিয়ে চ্যালেঞ্জ করবে, ভুল ট্রিটমেন্ট করা, মূল্যায়ন করা, মেনে নেওয়া যায় না। সে সব মানব না।’’ 

তবে তিনি দলের সর্বভারতীর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন বলেই জানান। বিধায়কের কথায়, ‘‘অভিষেক সত্যিই যোগ্য নেতৃত্ব হয়ে উঠেছেন। তিনি শুধু ডায়মন্ড হারবারের সাংসদ নন। পাশাপাশি তিনি রাজ্যের ২ নম্বর (নেতা)। মমতার পরেই তাঁকে মানি।’’ এই সঙ্গেই অভিষেকের উদ্দেশ্যে দলীয় বিধায়ক বলেছেন, ‘‘ওনার কাছে আবেদন, গোটা রাজ্যের মানুষকে সুবিচার, শাসন দিন। উনি যেন কারও কথা শুনে প্রতিহিংসাপরায়ণ না হন।’’

ভরতপুরের তৃণমূল বিধায়কের কথায়, ‘‘নবীনদের মধ্যে যদি প্রতিভা থাকে, তাঁরা নেতৃত্ব দিতেই পারেন। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর নাম করে তাঁর অফিসের এক কর্মী তোলাবাজি করছেন। নিজে নিজের ব্লক সভাপতি ঠিক করে দিচ্ছেন। তা হলে আমাদের রাজনীতি করার মানে কী?’’ 

পাশাপাশি হুমায়ুন এও বলেন, ‘‘অভিষেককে আমি নেতা মানি। তাঁর হুইপ মানতেও রাজি। কিন্তু তাঁর নাম করে কেউ অনৈতিক কাজ করবে, সেটা মানা সম্ভব নয়।’’

শুক্রবার দলীয় বৈঠকে মমতা তাঁকে কম কথা বলার নির্দেশ দিয়েছিলেন। এনিয়ে হুমায়ুন শনিবার বলেন, ‘‘তিরস্কারের কোনও বিষয় নয়। প্রবাদবাক্য রয়েছে, শাসন করার অধিকার তাঁরই থাকে যিনি ভালবাসেন। দিদি আমায় স্নেহ করেন। তাই কোনও সময়ে ভুল করলে বকুনিও দেন। আমি মনে করি, গুরুজনের কাছ থেকে শিক্ষা নিতে হবে। রাজনীতির ময়দানে তিনি গুরুজন। তাঁর কথায় কিছু মনে করি না। তাঁর প্রতি বলার কিছু নয়। যোগ্য নেতৃত্ব বলে মনে করি।’’ 

ফের বিস্ফোরক হুমায়ন কবীর
রামমন্দির উদ্বোধন ঘিরে অনলাইন প্রতারণা শুরু, সতর্ক করল বিশ্ব হিন্দু পরিষদ  

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in