Arvind Kejriwal : দিল্লির নির্বাচনের আগে বড় জয় আপের! শীর্ষ আদালতে অন্তর্বর্তী জামিন কেজরিওয়ালের

People's Reporter: ২৫ মে দিল্লির ৭ আসনে লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে দলের হয়ে নির্বাচনী প্রচারে নামতে পারবেন কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালছবি ভিডিও থেকে স্ক্রীনশট

সুপ্রিম কোর্টে বড় জয় পেল আম আদমি পার্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলো শীর্ষ আদালত। আগামী ১ জুন পর্যন্ত এই জামিনের মেয়াদ থাকবে। তারপর আদালতে আত্মসমর্পণ করতে হবে আপ সুপ্রিমোকে।

নির্বাচনে দলের হয়ে প্রচার করার জন্য জামিনের আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল। সেই আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। ২৫ মে দিল্লির ৭ আসনে লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে দলের হয়ে নির্বাচনী প্রচারে নামতে পারবেন কেজরিওয়াল। আপাতত মৌখিক নির্দেশে এমনটাই জানিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ।

কেজরিওয়ালের আইনজীবি বলেন, ২ জুন কেজরিওয়ালকে হাজিরা দিতে হবে সুপ্রিম কোর্টে। তার আগে পর্যন্ত প্রচার করতে পারবেন আপ সুপ্রিমো। ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছিল কেজরিওয়ালের নির্বাচনী প্রচারে কিছু শর্ত দেওয়া হোক। কিন্তু বিচারপতি কোনো শর্ত দেননি। ফলে আপ প্রার্থীদের হয়ে প্রচারে কোনো বাধা থাকলো না কেজরিওয়ালের।

ইডির পক্ষ থেকে শীর্ষ আদালতের এই নির্দেশের বিরোধিতা করা হয়। ইডির আইনজীবী জানান, নির্বাচনের মধ্যে কেজরিওয়ালকে মুক্তি দেওয়ার কোনো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। পরে তাঁকে তিহার জেলে পাঠানো হয়। আপ প্রথম থেকেই কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিল। কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের নির্দেশে আপ শিবিরে রীতিমতো খুশির হাওয়া বইছে।

মমতা ব্যানার্জি বলেন, 'অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন পাওয়ায় আমি খুব খুশি। এটা নির্বাচনের পরিপ্রেক্ষিতে খুবই সহায়ক'।

সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে 'ইন্ডিয়া' মঞ্চে আপের সঙ্গী কংগ্রেসও। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, আমরা অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশকে স্বাগত জানাই। আশা করছি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও যথাযথ ন্যায়বিচার পাবেন'।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল
Lok Sabha Polls 24: মধ্যপ্রদেশে ভোট পর্ব শেষে ফেরার পথে বাসে আগুন, পুড়ে গেল চারটি ইভিএম
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল
ভোট আবহে আরও এক শহরের নাম বদলের বার্তা যোগীর, এবার নিশানায় তৃতীয় মুঘল সম্রাটের নামাঙ্কিত শহর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in