Lok Sabha Polls 24: মধ্যপ্রদেশে ভোট পর্ব শেষে ফেরার পথে বাসে আগুন, পুড়ে গেল চারটি ইভিএম

People's Reporter: ভোট কেন্দ্রের কালেক্টর নরেন্দ্র সূর্যবংশী জানান, ওই বাসে ২৭৫, ২৭৬, ২৭৭, ২৭৮, ২৮৯ এবং ২৮০ নম্বর বুথের ছটি ইভিএম ছিল। যার মধ্যে চারটি ইভিএম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোট পর্ব শেষে ভোটকেন্দ্র থেকে ফেরার পথে আগুন বাসে
ভোট পর্ব শেষে ভোটকেন্দ্র থেকে ফেরার পথে আগুন বাসেছবি - সংগৃহীত
Published on

তৃতীয় দফা ভোট শেষ হওয়ার পর ইভিএম ও পোলিং অফিসারদের নিয়ে ফেরার পথে আগুন লাগে বাসে। জানা গেছে, এর ফলে পুড়ে গেছে চারটি ইভিএম। তবে পোলিং অফিসারদের এবং ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি বলে খবর।

মঙ্গলবার তৃতীয় দফা ভোট পর্ব মেটার পর মধ্যপ্রদেশের বেতুল ভোট কেন্দ্র ইভিএম ও পোলিং অফিসারদের নিয়ে ফিরছিল ওই বাসটি। জানা গেছে, মধ্যপ্রদেশের গোলা গ্রামের কাছে হঠাৎই আগুন লাগে ওই বাসে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১ টা নাগাদ।

আগুন লাগার খবর পাওয়ার পরে এলাকায় আসেন দমকল কর্মীরা। আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। এব্যাপারে বেতুল ভোট কেন্দ্রের কালেক্টর নরেন্দ্র সূর্যবংশী জানান, শর্ট সার্কিট থেকে হঠাৎ করে আগুন লেগে যায় বাসে। তা ছড়িয়ে যাওয়ার আগেই বাস থেকে চালক-সহ সকলে নেমে যান। যার ফলে কারও কোনো ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, ওই বাসে ২৭৫, ২৭৬, ২৭৭, ২৭৮, ২৮৯ এবং ২৮০ নম্বর বুথের মোট ছটি ইভিএম ছিল। যার মধ্যে চারটি ইভিএম ক্ষতিগ্রস্ত হয়েছে।

নরেন্দ্র সূর্যবংশী জানিয়েছেন, পুরো বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে। পরিস্থিতি বিচার করে নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যে ওই ছ’টি বুথে আবার ভোট হবে কি না। সূত্রের খবর, মধ্যপ্রদেশের বেতুল লোকসভা কেন্দ্রে ৭২.৬৫ শতাংশ ভোট পড়েছে।

ভোট পর্ব শেষে ভোটকেন্দ্র থেকে ফেরার পথে আগুন বাসে
Lok Sabha Polls: ভোটে জিতে প্রথম কাজ গোরুকে 'রাষ্ট্রমাতা'র মর্যাদা দান! প্রতিশ্রুতি বিজেপি প্রার্থীর
ভোট পর্ব শেষে ভোটকেন্দ্র থেকে ফেরার পথে আগুন বাসে
Lok Sabha Polls 24: বিজেপির পোস্ট করা 'সাম্প্রদায়িক উস্কানিমূলক' ভিডিও মুছতে এক্স-কে নির্দেশ কমিশনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in