ফাটছে বাজি, বিলি করা হচ্ছে মিষ্টি - বিজেপির সঙ্গে অফিসিয়ালি জোট শেষ করায় উৎসবের আমেজ AIADMK-র অন্দরে

People's Reporter: সোমবার দলের সাংসদ, বিধায়ক ও জেলা প্রধানদের নিয়ে করা বৈঠকের পর BJP ও NDA জোটের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন দলের সহ-সাধারণ সম্পাদক মুনুস্বামী।
AIADMK প্রধান কে পালানিস্বামী
AIADMK প্রধান কে পালানিস্বামী

অফিসিয়ালি বিজেপি ও NDA (National Democratic Alliance)-এর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করল তামিলনাড়ুর AIADMK (All India Anna Dravida Munnetra Kazhagam)। বেশ কিছুদিন ধরেই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাই ও জয়ললিতার মতো AIADMK-এর প্রয়াত নেতাদের নামে ‘অপমানজনক’ ও ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বিজেপি শিবির নিয়ে এআইডিএমকে নেতাদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হচ্ছিল। দলের একাধিক নেতা-মন্ত্রী ব্যক্তিগতভাবে বিজেপির উপরে ক্ষোভ উগরে দিয়ে NDA জোটের বিরোধিতাও করেন।

সোমবার চেন্নাইয়ে দলের সাংসদ, বিধায়ক ও জেলা প্রধানদের নিয়ে একটি বৈঠক বসে। সেই বৈঠকের পরেই বিজেপি ও এনডিএ জোটের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন দলের সহ-সাধারণ সম্পাদক কেপি মুনুস্বামী। সেই বৈঠকে এই বিষয়ে সর্বসসম্মতভাবে একটি প্রস্তাবও পাশ হয়। মুনুস্বামী জানিয়েছেন, “আজ থেকে বিজেপি এবং এনডিএ-এর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করল এআইএডিএমকে। কারণ, বিজেপির রাজ্য নেতৃত্ব আমাদের প্রাক্তন বর্ষীয়ান নেতাদের নিয়ে অপ্রয়োজনীয় কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।” তিনি আরও জানিয়েছেন, “২০২৪ সালের নির্বাচন এআইএডিএমকে নিজের বন্ধুদের সঙ্গে নিয়েই লড়বে।”

বিজেপি ও এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় দলের মধ্যে খুশির জোয়ার বইছে। দলের মুখপাত্র শশীরেখা জানিয়েছেন, “আমাদের সদস্যদের মতামত নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির মুহূর্ত। আসন্ন বিধানসভা বা লোকসভা নির্বাচন আমরা একাই লড়বো।” দলের এই সিদ্ধান্তের পর কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসবের আমেজ। ফাটছে আতশবাজি, বিলি করা হচ্ছে মিষ্টি। দলের এক সাধারণ কর্মী ভেনু জানিয়েছেন, “এটা খুব ভালো একটা সিদ্ধান্ত। বিজেপির সঙ্গে জোটে থাকায় এতদিন আমরা সংখ্যালঘু ভোট পাইনি। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে আমরা রাজ্যেই ৩৯টি আসনই জিততে পারব।”

উল্লেখ্য, তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে এক ছাতার তলায় হেঁটেছে বিজেপি ও এআইএডিএমকে। কিন্তু গত বেশ কিছু মাস ধরে দুই দলের মধ্যে সম্পর্কে ভাঙন ধরেছে। রাজ্য বিজেপির প্রধান আন্নামালাই গত জুন মাসে রাজ্যের প্রয়াত এআইএডিএমকে নেত্রী জয়ললিতাকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করেন। এতে এআইএডিএমকে নেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এরপর সম্প্রতি রাজ্যের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী আন্নাদুরাইকে নিয়ে আন্নামালাই বলেন, “১৯৫৬ সালে মাদুরাইয়ের একটি সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী আন্নাদুরাই সনাতন ধর্ম নিয়ে উপহাস করেন।” এরপরই বিজেপির সাথে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয় এআইএডিএমকে।

AIADMK প্রধান কে পালানিস্বামী
Rajasthan: স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ED হানা, ভোটের আগে গেহলটকে চাপে রাখতে বিজেপির কৌশল?
AIADMK প্রধান কে পালানিস্বামী
Abhishek Banerjee: এবার আদালতের নজরে অভিষেক ব্যানার্জির মা! ইডিকে সম্পত্তির হিসাব জমা করার নির্দেশ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in