
আগামী বছরে ১০ হাজার আসন বৃদ্ধি করা হবে মেডিক্যাল কলেজগুলিতে। আর পাঁচ বছরে মোট ৭৫ হাজার আসনবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। শনিবার বাজেটে একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এছাড়া দেশের প্রতিটি জেলায় ক্যানসার রোগীদের জন্য চিকিৎসাকেন্দ্র খোলার কথা জানান তিনি। পাশাপাশি বাজেটে আগামী তিনবছরে ২০০ টি ‘ডে কেয়ার ক্যানসার সেন্টার নির্মাণের কথাও জানান তিনি।
গত তিন বছরে মেডিক্যাল কলেজগুলিতে ১ লক্ষের বেশি আসন বৃদ্ধি করেছে কেন্দ্র। আগামী বছরে তা আরও ১৩০ শতাংশ বর্ধিত করে ১০ হাজার আসন যুক্ত করার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। এমনটাই জানিয়েছেন সীতারমন। এছাড়া, বিভিন্ন ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’র আওতায় আনারও ঘোষণা করেন তিনি। এর অধীনে স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন কর্মীরা। এর ফলে দেশ জুড়ে প্রায় ১ কোটি চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন বলে মনে করছেন তিনি।
এছাড়া এবারের বাজেটে ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬ টি জীবনদায়ী ওষুধের দামের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এছাড়া ৬ টি জীবনদায়ী ওষুধের উপরে শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, ক্যানসার আক্রান্তদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়ায় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের আশা কিছুটা পূরণ হল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন