Bournvita: বোর্নভিটা স্বাস্থ্যকর নয়! ‘হেলথ ড্রিংকস’ বিভাগ থেকে বাদ দেওয়ার নির্দেশনা জারি কেন্দ্রের

People's Reporter: বোর্নভিটার 'অস্বাস্থ্যকর' উপাদান নিয়ে সম্প্রতি আঙুল তোলেন এক ইউটিউবার। তিনি নিজের ভিডিওতে জানান এতে অতিরিক্ত চিনি, কোকো সলিডস এবং ক্ষতিকারক রঙ রয়েছে।
‘হেলথ ড্রিংকস’ বিভাগ থেকে বোর্নভিটা বাদ দেওয়ার নির্দেশনা জারি করল কেন্দ্র সরকার
‘হেলথ ড্রিংকস’ বিভাগ থেকে বোর্নভিটা বাদ দেওয়ার নির্দেশনা জারি করল কেন্দ্র সরকারছবি - সংগৃহীত
Published on

ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে হেলথ ড্রিংকস বিভাগ থেকে বোর্নভিটা সরানোর নির্দেশ জারি করল কেন্দ্র সরকার। কারণ এতে অত্যধিক মাত্রার চিনি রয়েছে। এদিন বাণিজ্য ও শিল্প মন্ত্রক এমনই নির্দেশিকা জারি করল।

১০ এপ্রিল বাণিজ্য ও শিল্প মন্ত্রকের জারি করা ওই বিজ্ঞপ্তিকে বলা হয়েছে, ২০০৫ সালের কমিশন অফ প্রটেকশন অফ চাইল্ড রাইটস (সিপিসিআর) অ্যাক্টের তিন নম্বর ধারায় সংবিধিবদ্ধ সংস্থা শিশু অধিকার রক্ষাকারী জাতীয় কমিশন (এনসিপিসিআর) গঠিত হয়। এই সংস্থা সিপিসিআর-এর ধারা ১৪ এর অধীনে একটি তদন্ত করে। সেই তদন্তে জানা যায়, ২০০৬ সালে গঠিত FSS অ্যাক্টে 'স্বাস্থ্য পানীয়'-এর কোনও সংজ্ঞা নেই।”

এনসিপিসিআর একটি দল এই বিষয়ে আরও বিস্তারিত তদন্ত করে জানতে পারে বোর্নভিটাতে অতিরিক্ত পরিমাণে চিনি রয়েছে। এনসিপিসিআর-এর রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র এই নির্দেশিকা জারি করেছে।

এর আগেও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)-কে বোর্নভিটার মতো সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল এনসিপিসিআর, যারা নিজেদের ‘হেলথ ড্রিঙ্ক’ বলে দাবি করে, কিন্তু এগুলি তৈরির ক্ষেত্রে নির্দেশিকা, সুরক্ষাবিধি মানে না।

চলতি মাসের শুরুতে এফএসএসআই সমস্ত অনলাইন বিপণন সংস্থাকে নির্দেশ দিয়েছিল, তারা যে সব পণ্য বিক্রি করছে, সে সবের যেন সঠিক শ্রেণিকরণ করা হয়। দুধজাত বা শস্যজাত পানীয়কে ‘হেলথ ড্রিঙ্ক’ বলে চালানো যাবে না।

বোর্নভিটার 'অস্বাস্থ্যকর' উপাদান নিয়ে সম্প্রতি আঙুল তোলেন এক ইউটিউবার। তিনি নিজের ভিডিওতে এর পাউডার সাপ্লিমেন্টের নিন্দা করেন এবং জানান এতে অতিরিক্ত চিনি, কোকো সলিডস এবং ক্ষতিকারক রঙ রয়েছে। যা ক্যান্সার সহ শিশুদের গুরুতর স্বাস্থ্যের ঝুঁকির কারণ হতে পারে।

‘হেলথ ড্রিংকস’ বিভাগ থেকে বোর্নভিটা বাদ দেওয়ার নির্দেশনা জারি করল কেন্দ্র সরকার
Heat Wave: তীব্র দবদাহে শরীর সুস্থ রাখতে কী পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল?
‘হেলথ ড্রিংকস’ বিভাগ থেকে বোর্নভিটা বাদ দেওয়ার নির্দেশনা জারি করল কেন্দ্র সরকার
FSSAI: মুরগি ও মাছের শরীরে ব্যবহার করা যাবে না বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক, চাষিদের সতর্ক করল সরকার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in