
দেশে ফের আতঙ্ক বাড়াচ্ছে কোভিড-১৯। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩০৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৬ জনের। এবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের আগে সকলের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে বলে সূত্রের খবর।
বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,১২১ জনে। যা যথেষ্ট উদ্বেগের। সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে কেরালায়, একদিনে ১৭০ জন নতুন আক্রান্তের হদিশ মিলেছে। যার জেরে বর্তমানে রাজ্যের মোট সক্রিয় রোগী বেড়ে দাঁড়িয়েছে ২,২২৩ জনে। গুজরাটে নতুন করে ১১৪ জন সংক্রমিত হওয়ায় সেখানে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১,২২৩ জন। কর্ণাটকেও ১০০ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মোট সক্রিয় সংখ্যা ৪৫৯।
দিল্লিতেও সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৬৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে, শহরের মোট সক্রিয় সংক্রমণ এখন ৭৫৭। এই আবহে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ৭০ জন বিজেপি নেতার বৈঠক রয়েছে। যার মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী, ৭ জন সাংসদ এবং বিধায়করা থাকবেন। দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের পর বিজেপি নেতাদের সন্ধ্যা ৭.৩০-এ নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী।
সূত্রের খবর প্রধানমন্ত্রীর সাথে দেখা করার আগে ওই ৭০ জনকে RT-PCR পরীক্ষা অর্থাৎ কোভিড পরীক্ষা করে প্রবেশ করতে হবে। রিপোর্ট নেগেটিভ এলে তবেই বৈঠকে প্রবেশ করতে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, কেরালায় একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। যে তালিকায় ৮৭ বছর বয়সী এক বৃদ্ধা এবং ৬৯ ও ৭৮ বছর বয়সী দুই বৃদ্ধ রয়েছেন। মহারাষ্ট্রে ৪৩ বছর বয়সী এক পুরুষ কোভিড-সংক্রান্ত জটিলতা যেমন শ্বাসকষ্ট, টাকাইকার্ডিয়া ও সায়ানোসিসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সংক্রমণের বৃদ্ধিকে মাথায় রেখে কেন্দ্র সরকার দেশজুড়ে হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারগুলোকে পর্যাপ্ত অক্সিজেন, আইসোলেশন শয্যা, ভেন্টিলেটর এবং ওষুধ মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, অধিকাংশ সংক্রমণ গুরুতর নয় এবং রোগীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জন্য জনসাধারণকে মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন