

দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রায় ৩৭.০৭ শতাংশ খর্বাকৃতির। ১৫.৯৩ শতাংশের ওজন কম এবং ৫.৪৬ শতাংশের দেহের গঠন দুর্বল বা 'ওয়েস্টেড'। 'ওয়েস্টেড' হল এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি, বিশেষত শিশু, তার স্বাভাবিক উচ্চতার তুলনায় অস্বাভাবিক কৃশকায় হয়। তৃণমূল সাংসদ সাকেত গোখলের করা এক প্রশ্নের (Unstarred Question No 477) লিখিতে উত্তরে ২৩ জুলাই রাজ্যসভায় একথা জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর।
রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন মহিলা শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর। রাজ্যসভায় মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, দেশজুড়ে সবথেকে বেশি খর্বকায় শিশু রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। সেরাজ্যে খর্বকায় শিশুর হার ৪৮.৮৩ শতাংশ। এরপরেই রয়েছে যথাক্রমে ঝাড়খণ্ড (৪৩.২৬ শতাংশ), বিহার (৪২.৬৮ শতাংশ) এবং মধ্যপ্রদেশ (৪২.০৯ শতাংশ)। কেন্দ্রীয় সরকারের অ্যাপ 'পোষণ ট্র্যাকার'-এ নিবন্ধিত শিশুদের মধ্যে সমীক্ষা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রের দেওয়া তথ্য অনুসারে, ২০২৫ সালের জুন মাস পর্যন্ত ছয় বছর বয়সী প্রায় ৮.৬১ কোটি শিশু 'পোষণ ট্র্যাকার'-এ নাম নথিভুক্ত করেছে। গত বছর এই সংখ্যাটি ছিল ৮.৯১ কোটি।
মন্ত্রী জানান, দেশের প্রায় দু'লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আধুনিক পরিকাঠামো এবং ডিজিটাল শিক্ষার সরঞ্জাম সহযোগে 'সক্ষম অঙ্গনওয়াড়ি' কেন্দ্র হিসেবে উন্নত করা হচ্ছে।
লিখিত জবাবে তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮,৭১৬টি ক্ষুদ্র অঙ্গনওয়াড়িকে উন্নত করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন