Rajya Sabha: দেশে ৩৭.০৭ শতাংশ শিশুই খর্বাকৃতির! তথ্য দিয়ে জানাল কেন্দ্রীয় সরকার

People's Reporter: তথ্য অনুসারে, দেশজুড়ে সবথেকে বেশি খর্বকায় শিশু রয়েছে উত্তরপ্রদেশে (৪৮.৮৩ শতাংশ)। এরপরেই রয়েছে ঝাড়খণ্ড (৪৩.২৬ শতাংশ), বিহার (৪২.৬৮ শতাংশ) এবং মধ্যপ্রদেশ (৪২.০৯ শতাংশ)।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রায় ৩৭.০৭ শতাংশ খর্বাকৃতির। ১৫.৯৩ শতাংশের ওজন কম এবং ৫.৪৬ শতাংশের দেহের গঠন দুর্বল বা 'ওয়েস্টেড'। 'ওয়েস্টেড' হল এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি, বিশেষত শিশু, তার স্বাভাবিক উচ্চতার তুলনায় অস্বাভাবিক কৃশকায় হয়। তৃণমূল সাংসদ সাকেত গোখলের করা এক প্রশ্নের (Unstarred Question No 477) লিখিতে উত্তরে ২৩ জুলাই রাজ্যসভায় একথা জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর।

রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন মহিলা শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর। রাজ্যসভায় মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, দেশজুড়ে সবথেকে বেশি খর্বকায় শিশু রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। সেরাজ্যে খর্বকায় শিশুর হার ৪৮.৮৩ শতাংশ। এরপরেই রয়েছে যথাক্রমে ঝাড়খণ্ড (৪৩.২৬ শতাংশ), বিহার (৪২.৬৮ শতাংশ) এবং মধ্যপ্রদেশ (৪২.০৯ শতাংশ)। কেন্দ্রীয় সরকারের অ্যাপ 'পোষণ ট্র্যাকার'-এ নিবন্ধিত শিশুদের মধ্যে সমীক্ষা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রের দেওয়া তথ্য অনুসারে, ২০২৫ সালের জুন মাস পর্যন্ত ছয় বছর বয়সী প্রায় ৮.৬১ কোটি শিশু 'পোষণ ট্র্যাকার'-এ নাম নথিভুক্ত করেছে। গত বছর এই সংখ্যাটি ছিল ৮.৯১ কোটি।

রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া লিখিত উত্তরের প্রতিলিপি
রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া লিখিত উত্তরের প্রতিলিপিছবি রাজ্যসভার কার্যবিবরণী থেকে সংগৃহীত

মন্ত্রী জানান, দেশের প্রায় দু'লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আধুনিক পরিকাঠামো এবং ডিজিটাল শিক্ষার সরঞ্জাম সহযোগে 'সক্ষম অঙ্গনওয়াড়ি' কেন্দ্র হিসেবে উন্নত করা হচ্ছে।

লিখিত জবাবে তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮,৭১৬টি ক্ষুদ্র অঙ্গনওয়াড়িকে উন্নত করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

ছবি প্রতীকী
Rahul Gandhi: কর্ণাটকে এক কেন্দ্রে প্রতারণায় প্রশ্রয় কমিশনের, আছে ১০০% নিশ্চিত প্রমাণ, দাবি রাহুলের
ছবি প্রতীকী
WB Industry: তৃণমূল শাসনের ১৪ বছরে ৬,৬৮৮ কোম্পানির পশ্চিমবঙ্গ ত্যাগ, রাজ্যসভায় জানালেন মন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in