Measles: বিশ্বজুড়ে বাড়ছে হামের প্রকোপ, শেষ ১ বছরে বৃদ্ধি ৮৮ শতাংশ

People's Reporter: বার্সেলোনায় অনুষ্ঠিত ESCMID গ্লোবাল কংগ্রেসে WHO-এর প্যাট্রিক ও'কনর জানিয়েছেন, ২০২২ সালে ১,৭১,১৫৩টি হামের সংক্রমণ ঘটেছিল। যা ২০২৩ সালে প্রায় দ্বিগুণ হয়ে ৩,২১,৫৮২ তে দাঁড়িয়েছে৷
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি - আইএএনএস এক্স হ্যান্ডেলের সৌজন্যে

বিশ্বজুড়ে ফের বাড়ছে হামের প্রকোপ। রবিবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের অনুপাতে ২০২৩ সালে বিশ্বব্যাপী হামের সংক্রমণের হার বেড়েছে ৮৮ শতাংশ।

বার্সেলোনায় অনুষ্ঠিত ESCMID গ্লোবাল কংগ্রেসে WHO-এর প্যাট্রিক ও'কনর জানিয়েছেন, ২০২২ সালে ১,৭১,১৫৩টি হামের সংক্রমণের ঘটনা ঘটেছিল। যা ২০২৩ সালে প্রায় দ্বিগুণ হয়ে ৩,২১,৫৮২ তে দাঁড়িয়েছে৷

প্রতিবেদনে বিশ্বব্যাপী হামের উল্লেখযোগ্য বৃদ্ধির পিছনে কোভিড-১৯ মহামারী চলাকালীন টিকাদানের ঘাটতিকে দায়ী করা হয়েছে।

গবেষক ডঃ ও’কনর আরও জানিয়েছেন, "গত দশকে হাম এবং রুবেলা নির্মূলের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে - WHO সমস্ত অঞ্চল থেকে আঞ্চলিক যাচাইকরণ কমিশনের মাধ্যমে হাম এবং রুবেলা নির্মূল কমিশন (RVCs) ২০২৪ সালে সমস্ত জাতীয় হাম এবং রুবেলা সংক্রান্ত ২০২৩-এর রিপোর্ট পর্যালোচনা করবে।"

তিনি আরও বলেন, "হামের ভাইরাস অত্যন্ত সংক্রামক এবং টিকাদানের ক্ষেত্রে যে কোনও গাফিলতি এই সংক্রমণ বাড়িয়ে দেয়। তাই, এই ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার এবং একই সাথে সমান এবং ন্যায়সঙ্গত হওয়া দরকার।"

তাঁর আশঙ্কা, ২০২৪ হামের সংক্রমণ আরও বাড়তে পারে। কারণ এপ্রিলের শুরু পর্যন্ত প্রায় ৯৪,৪৮১ টি কেস রিপোর্ট করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে ৪৫ শতাংশ ডাব্লুএইচও ইউরোপীয় অঞ্চলে হয়েছে। ইয়েমেন, আজারবাইজান এবং কিরগিজস্তান হল বিশ্বে হামের ঘটনা সবচেয়ে বেশি রিপোর্ট করা দেশ।

প্রতিবেদনে দেখা গেছে যে হামের বিরুদ্ধে টিকা ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বব্যাপী আনুমানিক ৫৭ মিলিয়ন মৃত্যু এড়াতে পেরেছে। এর মধ্যে ১.৫ মিলিয়ন ইউরোপীয় অঞ্চলে। যেখানে ২০০০ থেকে ২০২২ সালের মধ্যে বার্ষিক হামের মৃত্যু সংখ্যা ৯৮ শতাংশ হ্রাস পেয়েছে। ২০০০ সালে এই মৃত্যু সংখ্যা ছিল ৩,৫৮৪, যা ২০২২ সালে কমে হয়েছে ৭০।

ডঃ ও’কনর জানিয়েছেন, "গত ২০ বছরে, হাম এবং রুবেলা নির্মূল করার লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই অগ্রগতি বজায় রাখার জন্য, আমাদের উচ্চ, অভিন্ন এবং ন্যায়সঙ্গত রুটিন টিকাদান নিশ্চিত করতে হবে; এবং হাম ও রুবেলা প্রতিরোধে শক্তিশালী প্রচার চালিয়ে যেতে হবে।”

ছবি প্রতীকী
Horlicks: হরলিক্সকে সরানো হল ‘স্বাস্থ্যকর পানীয়’র তালিকা থেকে! হঠাৎ এই পদক্ষেপের কারণ কী?
ছবি প্রতীকী
Patanjali: ফের সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা প্রার্থনা রামদেবের, এবার আকারে বেশ বড়ো

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in