Horlicks: হরলিক্সকে সরানো হল ‘স্বাস্থ্যকর পানীয়’র তালিকা থেকে! হঠাৎ এই পদক্ষেপের কারণ কী?

People's Reporter: হরলিক্স প্রস্তুতকারক সংস্থা ‘হিন্দুস্তান ইউনিলিভার’ হরলিক্সের বোতল থেকে ‘হেল্‌থ ফুড ড্রিঙ্কস’ ট্যাগটি সরিয়ে নিচ্ছে। বদলে লেখা হয়েছে, ‘ফাংশানাল ন্যাশনাল ড্রিঙ্ক’।
হরলিক্সকে সরানো হল ‘স্বাস্থ্যকর পানীয়’র তালিকা থেকে!
হরলিক্সকে সরানো হল ‘স্বাস্থ্যকর পানীয়’র তালিকা থেকে!ছবি - সংগৃহীত

এবার হরলিক্সকে সরানো হল ‘স্বাস্থ্যকর পানীয়’–এর তালিকা থেকে। হরলিক্স প্রস্তুতকারক সংস্থা ‘হিন্দুস্তান ইউনিলিভার’ হরলিক্সের বোতল থেকে ‘হেল্‌থ ফুড ড্রিঙ্কস’ ট্যাগটি সরিয়ে নিচ্ছে। বদলে লেখা হয়েছে, ‘ফাংশানাল ন্যাশনাল ড্রিঙ্ক’।

উল্লেখ্য, সম্প্রতি ‘স্বাস্থ্যকর পানীয়’র তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বোর্নভিটাকে। সমস্ত ই-কর্মাস সংস্থাকে স্বাস্থ্যকর পানীয় বিভাগ থেকে বোর্নভিটা সহ এই ধরণের পানীয়কে সরানোর নির্দেশ দেয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক। আর এরপরেই হরলিক্স কোম্পানির এই পদক্ষেপ।

গত ২৪ এপ্রিল সাংবাদিক সম্মেলন করে ওই সংস্থার চিফ ফিনানশিয়াল অফিসার রিতেশ তিওয়ারি জানিয়ে দেন, এখন থেকে হরলিক্স এফএনডি বিভাগের অন্তর্ভুক্ত। গ্রাহকদের এই পানীয়ের উপর আস্থা রাখতে সংস্থা পুরোপুরি চেষ্টা চালাবে।

‘হিন্দুস্তান ইউনিলিভার’ –এর মতে ‘এফএনডি’ হল প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবের চাহিদা পূরণ করে। ‘ফাংশানাল ন্যাশনাল ড্রিঙ্ক’ কে যেকোন নন-অ্যালকোহলযুক্ত পানীয় হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে।

জানা গিয়েছে, বোর্নভিটা, হরলিক্সের মতো স্বাস্থ্যকর পানীয়তে অতিরিক্ত মাত্রায় চিনি মেশানো হচ্ছে। এই ধরণের পানীয় শিশু ও বয়স্কদের খাওয়ানোর ফলে তাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞ মহল। তাই সম্প্রতি এই পানীয়গুলিকে ‘স্বাস্থ্যকর পানীয়’–এর তালিকা থেকে সরানোর নির্দেশ দিয়েছিল বাণিজ্য ও শিল্প মন্ত্রক।

উল্লেখ্য, বোর্নভিটার 'অস্বাস্থ্যকর' উপাদান নিয়ে সম্প্রতি আঙুল তোলেন এক ইউটিউবার। তিনি নিজের ভিডিওতে এর পাউডার সাপ্লিমেন্টের নিন্দা করেন এবং জানান এতে অতিরিক্ত চিনি, কোকো সলিডস এবং ক্ষতিকারক রঙ রয়েছে। যা ক্যান্সার সহ শিশুদের গুরুতর স্বাস্থ্যের ঝুঁকির কারণ হতে পারে। তারপরেই স্বাস্থ্যকর পানীয়ের তালিকা থেকে সরানো হয় বোর্নভিটাকে।

হরলিক্সকে সরানো হল ‘স্বাস্থ্যকর পানীয়’র তালিকা থেকে!
Patanjali: ফের সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা প্রার্থনা রামদেবের, এবার আকারে বেশ বড়ো
হরলিক্সকে সরানো হল ‘স্বাস্থ্যকর পানীয়’র তালিকা থেকে!
WB Heatwave: তীব্র দবদাহে বাড়ছে হিট স্ট্রোকের সমস্যা, কীভাবে সুস্থ রাখবেন নিজেকে?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in