২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৯০,৯২৮
২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৯০,৯২৮ফাইল ছবি

Covid Update India: ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৯০,৯২৮, একদিনে অ্যাক্টিভ কেস বাড়লো ৭১ হাজার

একধাক্কায় প্রায় ৫৭ শতাংশ বেড়ে লাখের দোরগোড়ায় পৌঁছে গেল দেশে দৈনিক করোনা সংক্রমণ। একদিনে অ‍্যাক্টিভ কেস বাড়লো ৭১ হাজারের বেশি। দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ।
Published on

একধাক্কায় প্রায় ৫৭ শতাংশ বেড়ে লাখের দোরগোড়ায় পৌঁছে গেল দেশে দৈনিক করোনা সংক্রমণ। একদিনে অ‍্যাক্টিভ কেস বাড়লো ৭১ হাজারের বেশি। দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫৮,০৯৭ জন। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৫১ লক্ষ ৯ হাজার ২৮৬। ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৩২৫ জন করোনা রোগী। দেশে কোভিডে মোট মৃত ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৬ জনের।

এই মুহূর্তে দেশে মোট সক্রিয় কেস ২ লক্ষ ৮৫ হাজার ৪০১, যা গতকালের চেয়ে ৭১,৩৯৭ বেশি। একদিনে সুস্থ হয়েছেন ১৯,২০৬ জন রোগী। মোট সুস্থ ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ৯।

২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৫৩৮ জন। এরপর রয়েছে পশ্চিমবঙ্গ (১৪,০২২) এবং দিল্লি (১০,৬৬৫)। প্রত‍্যেক রাজ‍্যেই সংক্রমণ ও অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ঊর্ধ্বমুখী।

২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন ভ‍্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৪৯৫ জন। এই নিয়ে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৩০। এর‌ মধ্যে সুস্থ হয়েছেন ৯৯৫।

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১৪৮ কোটি ৬৭ লক্ষ ৮০ হাজার ২২৭ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ৯১ লক্ষ ২৫ হাজার ৯৯ জনের।

২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৯০,৯২৮
একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার থাবা, বাড়ছে স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার হার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in