Covid-19: ২১৭ বার কোভিড টিকা নিয়েছেন! ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা

People's Reporter: সম্প্রতি ৬২ বছর বয়সী এক ব্যক্তি দাবি করেন, ২১৭ টি কোভিড টিকা নিয়েছেন তিনি। বৃদ্ধের এমন দাবি শুনে চিকিৎসকরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং বৃদ্ধের কিছু শারীরিক পরীক্ষা করার অনুমতি চান।
কোভিড ভ‍্যাকসিন
কোভিড ভ‍্যাকসিনছবি প্রতীকী সংগৃহীত

কোভিড মহামারীর সময় এক ব্যক্তি ২১৭ বার ভ্যাকসিন নিয়েছেন! সম্প্রতি কোভিড টিকা সংক্রান্ত এই তথ্য সামনে আসতেই ঘুম উড়েছে বিজ্ঞানী মহলের। এখন সেই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। তাঁর শরীরে অত পরিমাণ টিকা কী প্রভাব ফেলেছে, তা নিয়েও চলছে গবেষণা।

সম্প্রতি ৬২ বছর বয়সী এক ব্যক্তি সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন, কোভিডের সময় ২১৭ টি টিকা নিয়েছিলেন তিনি। ওই ব্যক্তি জার্মানির বাসিন্দা। বৃদ্ধের এমন দাবি শুনে মিউনিখ ও ভিয়েনার চিকিৎসকরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং বৃদ্ধের কিছু শারীরিক পরীক্ষা করার অনুমতি চান। বৃদ্ধও চিকিৎসকদের অনুরোধে সম্মতি দেন।

ইনস্টিটিউট অফ মাইক্রোবায়োলজি-ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি ও হাইজিনের ডিরেক্টর কিলিয়ান স্কুবার লিখিত বিবৃতিতে বলেন, ‘‘আমরা সংবাদমাধ্যমের কাছ থেকে এই বিষয়টি জানতে পারি। তার পরে আমরা ওঁর সঙ্গে যোগাযোগ করি, বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়। পরীক্ষার পর আমরা জানতে পারি ওই ব্যক্তি ৯ মাসের ব্যবধানে আটটি ভিন্ন ধরনের ১৩৪টি কোভিড টিকা নিয়েছেন। মোট ২৯ মাসের ব্যবধানে ওই ব্যক্তি ২১৭ বার কোভিড টিকা নিয়েছেন। এখনও পর্যন্ত ওই ব্যক্তির শরীরে টিকার কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।’’

বিজ্ঞানীরা জানান, ওই ব্যক্তির শরীরে ইতিমধ্যেই করোনা ভাইরাসের বিরুদ্ধে একাধিক অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ওঁর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ার কোনও প্রমাণ মেলেনি।

কোভিড ভ‍্যাকসিন
Kerala: দেশে প্রথম ‘এআই শিক্ষিকা’, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নজির গড়ল কেরল
কোভিড ভ‍্যাকসিন
Cotton Candy: হাওয়াই মিঠাইয়ে ক্যানসারের ঝুঁকি! ভারতের বিভিন্ন রাজ্যে নিষিদ্ধ কটন ক্যান্ডি
কোভিড ভ‍্যাকসিন
ভারতে প্রতি বছর হার্টের সমস্যা নিয়ে জন্মায় ২ লক্ষ শিশু - রিপোর্ট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in