Kerala: দেশে প্রথম ‘এআই শিক্ষিকা’, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নজির গড়ল কেরল
এবার দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে চলে এল ‘এআই শিক্ষিকা’। কেরলের তিরবন্তপুরমের একটি স্কুলে শিক্ষকতার জন্য আনা হয়েছে ওই রোবটকে। দেশের মধ্যে সম্ভবত এই উদ্যোগে কেরলই প্রথম। ওই ‘এআই শিক্ষিকা’র নাম রাখা হয়েছে ‘আইরিশ’।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেরলের তিরবন্তপুরমের কেটিসিটি উচ্চ বিদ্যালয়ে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। তিনি এখন থেকে ওই বিদ্যালয়ে সমস্ত বিষয়ে পড়াবেন। যাতে একটি ক্লাস শেষ করে অন্য ক্লাসে যেতে সমস্যা না হওয়ায়, সেকারণে রোবটের পায়ে চাকা লাগানো হয়েছে।
জানা গেছে, কেরলের ওই স্কুল মার্কারল্যাব এডুটেক সংস্থার সঙ্গে গাটছড়া বেঁধে এআই শিক্ষক তৈরি করছে। ২০২১ সালে নীতি আয়োগের উদ্যোগে স্কুলে স্কুলে পাঠ্যক্রম-বহির্ভূত কাজেও নজর দেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে ওই রোবট শিক্ষক তৈরির কাজে হাত লাগায় পড়ুয়ারা। তাদের তত্ত্বাবধানে ছিলেন বিশেষজ্ঞেরা।
মেকারল্যাবের তরফে ইনস্টাগ্রামে ‘আইরিশ ম্যাডামের’ বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “মেকারল্যাবস এডুটেক থেকে আমাদের সর্বশেষ সৃষ্টি, IRIS - AI শিক্ষক রোবট। এটি তৈরি করতে পেরে আমরা গর্বিত। আমরা জানি এটি শেখার ল্যান্ডস্কেপকে পুনরায় সংজ্ঞায়িত করতে প্রস্তুত।আইরিশ ভবিষ্যতে আরও যুগান্তকারী উদ্ভাবনে আমাদের আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করে।”
ওই ভিডিও থেকে জানা গেছে, এই শিক্ষিকা একই সঙ্গে অনেকগুলো বিষয়ে পড়াতে পারেন। একাধিক ভাষায় তাঁর সঙ্গে কথা বলা যায়। আবার পড়ুয়াদের একাধিক ভাষায় শিক্ষাদান করতে পারেন এই শিক্ষিকা। ভয়েস অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে ওই এআই শিক্ষিকার সঙ্গে কথাবার্তা বলা যায়। এক কথায় এই এআই শিক্ষিকার মাধ্যমে শিক্ষায় বিপ্লব আসতে চলেছে।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

