
সোমবার সকালেই চোট পেয়েছিলেন 'বিগ-বি'। তাঁকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সুস্থ হওয়ার পরেই তিনি ফের নতুন সিনেমা 'প্রজেক্ট কে' (Project K)-র শুটিং-এ যোগ দেবেন।
হায়দরাবাদে শুটিং চলাকালীন ডান পাঁজরে চোট পান অমিতাভ বচ্চন। একটি অ্যাকশন দৃশ্য শুট করার সময়ই দুর্ঘটনাটি ঘটে। অভিনেতার রিব কার্টিলেজটি ভেঙে যায় ও ডান দিকের পাঁজরের মাংসপেশী তে আঘাত লাগে। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তি করা হয়।
বিগ-বি নিজেই লিখেছেন, "আমি আহত হয়েছি। শুটিং বাতিল হয়েছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে হায়দরাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করা হয়েছে। আমি বাড়ি ফিরেছি। এখন সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ অবশ্যই যন্ত্রণাদায়ক। চলাফেরা ও শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে। যন্ত্রণার জন্য ওষুধ খেতে হবে"।
তিনি আরও লেখেন, "আমি আমার বাড়ি জলসাতে বিশ্রাম নিচ্ছি। পুরো সুস্থ হলে আবার সেটে ফিরবো। আমি দুঃখিত আজকে জলসার বাইরে আমার ফ্যানদের সাথে দেখা করতে পারবো না। তাই আপনারা আজকে আসবেন না। আর যাঁরা আসতে চাইছেন সম্ভব হলে তাঁদেরকেও জানিয়ে দিন"।
'প্রোজেক্ট কে' সিনেমাটির পরিচালক হলেন নাগ অশ্বিন রেড্ডি। ২০২০ সালে সিনেমাটির কথা ঘোষণা হলেও করোনার জন্য শুটিং পিছিয়ে যায়। সিনেমাটিতে অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, দিসা পাটানি সহ আরও অনেকে। প্রায় ৫০০ কোটি টাকা খরচ করা হচ্ছে 'প্রোজেক্ট কে'-র জন্য।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন