

দেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের করার কথা ঘোষণা করেছেন রাজ্যসভার সাংসদ কপিল সিবাল। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ‘দেশের মানুষ আজ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবিচারের শিকার। ন্যায় বিচার পাওয়া তাঁদের অধিকারের মধ্যে পড়ে। তাই, তাঁদের জন্য 'ইনসাফ কে সিপাহি' নামে একটি ওয়েবসাইট চালু করা হবে।’
এই উদ্যোগে সাহায্য করার জন্য বিজেপি-বিরোধী মুখ্যমন্ত্রীদের ও দলগুলিকে সাহায্য করার জন্য আবেদন করেছেন তিনি।
জানা যাচ্ছে, আগামী ১১ মার্চ, দিল্লির যন্তর মন্তরে এই ওয়েবসাইট উদ্বোধন করবেন সিবাল। এদিনই, দেশের জন্য একটি ভিশন ডকুমেন্টও উন্মোচন করার কথা জানিয়েছেন প্রবীণ আইনজীবী।
তিনি জোর দিয়ে বলেন, এটি কোনও রাজনৈতিক পদক্ষেপ নয়। এটি একটি সামাজিক আন্দোলন।
তিনি বলেন, 'আগে দেশের যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে আইনজীবীরা অগ্রগণ্য ছিলেন। কিন্ত, এখন আইনজীবীরা নীরব। আমি জানতে চাই, এই পরিস্থতি কেন?’
রাজ্যসভার সাংসদ বলেন, ‘আইনজীবীদের তাঁদের আওয়াজ তুলতে হবে। আমি একটি আন্দোলন শুরু করতে চাই। কারণ, ব্যবসা, সাংবাদিকতা, দেশের সাধারণ মানুষ এবং বিরোধীদের উপর - সর্বত্রই অবিচার চলছে।’
তিনি জানান, সকল ক্ষেত্রেই দেশের প্রতিটি কোণায় সাধারণ মানুষকে সাহায্যের জন্য আইনজীবীরা থাকবেন।
অভিযোগের সুরে এদিন সিবাল জানান, ‘দেশের নির্বাচিত সরকার এখন অস্থিতিশীল অবস্থায় হয়েছে। এবং ইডির ১২১ টি মামলার মধ্যে ১১৫ টি রয়েছে বিরোধী নেতাদের বিরুদ্ধে।’
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন