সিনেমাহলে বিজ্ঞাপন দেখিয়ে সময় নষ্ট! জরিমানা করা হল PVR-INOX কে, ক্ষতিপূরণ পেলেন মামলাকারী

People's Reporter: ‘শ্যাম বাহাদুর’ সিনেমাটি দেখতে গিয়েছিলেন ওই যুবক।। সিনেমাটি শুরু হওয়ার কথা ছিল ৪ টা বেজে ৫ মিনিটে। কিন্তু সেটি শুরু হয় ৪ টে ৩০ মিনিটে। এর মধ্যে পুরো সময়টাই বিজ্ঞাপন চালানো হয়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

সিনেমা শুরুর আগে ২৫ মিনিট বিজ্ঞাপন দেখিয়ে দর্শকের সময় নষ্ট করা হচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে জনপ্রিয় সিনেমা হল PVR INOX এবং টিকিট বুকিং সংস্থা BookMyShow –এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন এক যুবক। সেই মামলায় জয় পেলেন আবেদনকারী। সিনেমা হল এবং টিকিট বুকিং সংস্থাকে ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালে। বেঙ্গালুরুর PVR INOX-এ ‘শ্যাম বাহাদুর’ দেখতে গিয়েছিলেন অভিষেক নামের বছর তিরিশের ওই যুবক।। সিনেমাটি শুরু হওয়ার কথা ছিল ৪ টা বেজে ৫ মিনিটে। কিন্তু সেটি শুরু হয় ২৫ মিনিট দেরিতে অর্থাৎ ৪ টে ৩০ মিনিটে। এর মধ্যে পুরো সময়টাই বিজ্ঞাপন চালানো হয়। সিনেমাটি শেষ হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ছ’টায়।

সেদিন অভিষেকের পরিকল্পনা ছিল সিনেমাটি দেখা শেষ করে তিনি কাজে ফিরে যাবেন। কিন্তু সিনেমা দেরিতে শুরুর কারণে পরিকল্পনামত তিনি কাজ করতে পারেননি। যার ফলে সমস্যায় পড়তে হয় তাঁকে। এর পরে ক্ষুব্ধ অভিষেক PVR, INOX এবং BookMyShow এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আদালতে অভিযোগপত্রে অভিষেক জানান, “সিনেমা হল এবং বুক মাই শো অ্যাপ আমার মূল্যবান সময় নষ্ট করেছে। আমি জরুরী কাজে যেতে পারিনি। যে ক্ষতি হয়েছে তা আর্থিক ক্ষতিপূরণেও পরিশোধ করা সম্ভব নয়”।

বেঙ্গালুরু আদালতের পর্যবেক্ষণ, সিনেমা শুরুর নির্ধারিত সময়ের পরেও বিজ্ঞাপন চালানো দর্শকদের সময়ের অপচয় এবং একপ্রকার প্রতারণামূলক ব্যবসায়িক কৌশল। আদালত বলেছে, “বর্তমান যুগে সময়কে টাকার সমতুল্য ধরা হয়। প্রত্যেকের সময় অত্যন্ত মূল্যবান। ২৫-৩০ মিনিট ধরে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখা নিছক সময়ের অপচয়। কর্মব্যস্ত ব্যক্তিদের কাছে এটি গ্রহণযোগ্য নয়”।

আদালত PVR, INOX কে বিজ্ঞাপন দেখিয়ে সময় নষ্ট না করার স্পষ্ট নির্দেশ দিয়েছে। অভিষেকের সময় নষ্ট করার জন্য ৫০ হাজার টাকা, মানসিক হেনস্থা করার জন্য পাঁচ হাজার টাকা এবং যুবকের দায়ের করা মামলার খরচ বাবদ আরও ১০ হাজার টাকা তাঁকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া PVR এবং INOX –কে অতিরিক্ত এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। আগামী ৩০ দিনের মধ্যে এই টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   

প্রতীকী ছবি
Mahakumbh 2025: কুম্ভমেলায় মহিলাদের স্নানের আপত্তিকর ভিডিও তুলে সমাজমাধ্যমে বিক্রি! তদন্তে পুলিশ
প্রতীকী ছবি
Chiranjeevi: 'পারিবারিক পরম্পরা বজায় রাখার জন্য একটা ছেলে চাই', রাম চরণের মেয়ে হতেই হতাশ চিরঞ্জীবী!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in