
২০২৪ সালে আগষ্ট মাসে আরজি কর হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য। সাধারণ মানুষের পাশাপাশি বিচারের দাবিতে পথে নেমেছিল টলিউডের একটা বড় অংশ। আর এবার তা নিয়েই টলিউডের অন্দরে শুরু হয়েছে বিতর্ক। যে বিতর্ক উসকে দিয়েছেন পরিচালক অরিন্দম শীল।
সম্প্রতি আর জি কর কাণ্ডের প্রতিবাদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পরিচালক অরিন্দম শীল। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, টলিউডের অভিনেত্রীরা আর জি করের প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন নতুন মোবাইল এবং অর্থের বিনিময়ে। তাঁর দাবি, এই খবর সকলেই জানেন। কিন্তু প্রকাশ্যে কেউ কিছু বলেন না। পরিচালকের দাবি, এই তালিকায় অভিনেত্রীদের সংখ্যাটাই বেশি। এমনকি তাঁদের সঙ্গীরাই এই কথা সর্বত্র প্রকাশ করেছেন।
পরিচালকের এহেন মন্তব্য সামনে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। আর জি কর আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত অভিনেত্রীরা পাল্টা প্রশ্ন ছুড়েছেন পরিচালকের দিকে। এই তালিকায় রয়েছেন – সুদীপ্তা চক্রবর্তী, বিদিপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল,স্বস্তিকা মুখার্জিরা। তাঁদের প্রশ্ন, পরিচালক কার কার কথা বলছেন? তাঁদের নাম প্রকাশ্যে আনবেন?
নিজের সমাজমাধ্যমে পোস্ট করে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন, “আমি টালিগঞ্জেই কাজ করি। আমি এই অঞ্চলে কান পেতে এরকম কিছু শুনতে পাইনি আজ অবধি। হয়ত সঠিক লোকজনদের সঙ্গে আলাপ পরিচয় নেই, তাই”। অভিনেত্রীদের নাম প্রকাশ্যে আনার দাবি জানিয়ে সুদীপ্তা লেখেন, “আমিও টালিগঞ্জের শিল্পী, আমিও মহিলা এবং ওই আন্দোলনে আমিও রাস্তায় হেঁটেছি। আমার কাছে ব্যাপারটা অত্যন্ত অপমানজনক লাগছে। সেইসব মহিলা শিল্পীর নাম প্রকাশ্যে জানানোর দাবি রাখছি। নতুবা এই অভিযোগ এই সংবাদমাধ্যমের মাধ্যমেই প্রত্যাহার করতে অনুরোধ জানাচ্ছি”।
সমাজমাধ্যমে ব্যঙ্গাত্মক ছলে অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী লিখেছেন, “টাকা পেলে আমি আরবানা এ পাশের ফ্ল্যাটটাই কিনতুম। কী যে হতভাগ্য আমি!”
এছাড়া এক সংবাদমাধ্যমে অভিনেত্রী চৈতি ঘোষাল জানিয়েছেন, “যত দিন প্রতিবাদ চলেছে আমরা শহরের একপ্রান্ত থেকে আর একপ্রান্তে দৌড়ে বেড়িয়েছি। কেবল ন্যায় বিচারের জন্য। আমাদের সেই অনুভূতি নিয়ে কে মুখ খুলেছেন? পরিচালক অরিন্দম শীল! যাঁর মাথায় নাকি একাধিক যৌন হেনস্থার অভিযোগ”। অভিনেত্রীর দাবি, প্রচারে থাকার জন্য এই সব বলছেন।
সম্প্রতি নিউজ 18-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা মুখোপাধ্যায়কে অরিন্দম শীলের এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে কোনও উত্তর দিতে চাননি। বলেন, ‘আমি ওনার কোনও মন্তব্য নিয়ে কিছু বলতে চাই না।’ যদিও এরপরেই তিনি বলেন, ‘অরিন্দম শীলের বিষয়ে এতজন মহিলা এগিয়ে এসেছেন, তাঁরা কোনও না কোনও সময় হেনস্থার মুখে পড়েছেন। তাঁদের কাছে সুযোগ নেওয়া হয়েছে। আইনিভাবে কী হয়েছে, বা কী হবে, সেটা যাই হোক না কেন, ওই মহিলাদের কথা তো আর মিথ্যে নয়। তাঁরা পাবলিক ফোরামে অভিযোগ জানিয়েছেন, থানায় কিংবা আর্টিস্ট ফোরামে অভিযোগ জানিয়েছেন। আমরা সকলেই তাঁদেরকে চিনি, নিয়মিত তাঁরা কাজ করছেন। আমি কখনও কাউকে অরিন্দম শীলের সম্পর্কে ভালো কথা বলতে শুনিনি।’
অরিন্দম শীলের অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন আর জি কর আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত চিকিৎসক কিঞ্জল নন্দও। এদিন নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, "অরিন্দম শীল, আপনার সাথে আমি কাজ করেছি। আপনি খুব যত্ন নিয়ে shooting করেন। কিন্তু আপনি যে অভিযোগ আজ করেছেন, নিশ্চয়ই তার কোনও সত্যতা বা প্রমাণ আছে আপনার কাছে, অনুরোধ করব সবার সামনে আনুন। কারণ তাদেরকেও চেনা প্রয়োজন সকলের। আর যদি প্রমাণ না থাকে, তাহলে সবার সামনে আপনার ক্ষমা চাওয়া উচিৎ। please..আপনার বিরুদ্ধে যা অভিযোগ আছে, সেইগুলো নিয়ে আলোচনা করছি না, খুব specific জিনিস জানতে চাইছি, আশা করি উত্তর দেবেন, আমাকে নয়, যে ভাবে media ডেকে বলেছেন,সেই ভাবে,"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন