

২০২৪ সালে মুক্তি পাওয়া কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ ছবিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল দর্শকদের। অস্কারের জন্যও মনোনীত হয়েছিল ছবিটি, যদিও পুরস্কার পায়নি। সেই সিনেমার বিরুদ্ধে উঠল গল্প চুরির অভিযোগ। সম্প্রতি এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে কটাক্ষের বন্যা।
‘The Skin Director’ নামক এক ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে আরবি সিনেমা ‘বোরখা সিটি’ –এর একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লেখা আছে, “কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস অস্কারের জন্য মনোনীত হয়েছিল মৌলিক কাজের জন্য। তবে এটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আরবি সিনেমা ‘বোরখা সিটি’-র রিমেক বলে মনে করা হচ্ছে”।
সেখানে আরও লেখা রয়েছে, “মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে নির্মিত ১৯ মিনিটের এই চলচ্চিত্রটি একজন নববিবাহিত পুরুষের গল্প বলে, যে তাঁর নববধূকে হারিয়ে ফেলে। বোরখা পরে থাকার কারণে ওই ব্যক্তি কিছুতেই নিজের স্ত্রীকে খুঁজে পান না। ব্যাঙ্গাত্মক কমেডির মোড়কে তৈরি হওয়া এই সিনেমাটিতে চরম পুরুষতন্ত্র, নারীর ওপর আরোপিত কিছু বিধি-নিষেধ দেখানো হয়, যার ফলে সিনেমাটি সমালোচিত হয়েছিলে”।
শেষে লেখা রয়েছে, “কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস ওই একই থিম নিয়ে তৈরি হয়েছে। বোরখা পরিবর্তিত হয়ে গেছে ঘোমটায়। তবে বিষয়বস্তু একই রয়েছে। একই বার্তা বহন করছে দুটি সিনেমা। এমনকি রবি কিষান অভিনীত দৃশ্যটিও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েছে”।
‘বোরখা সিটি’ সিনেমার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষ শুরু হয়েছে ‘লাপাতা লেডিস’ নিয়ে। একজন ব্যবহারকারী লিখেছেন, “বলিউডে মৌলিক বলে কিছু নেই। সবটাই কপি”। অন্য একজন লিখেছেন, “তাহলে আপনারা এটাকে কী বলবেন? অনুপ্রেরণা না কপি?” কারও কটাক্ষ, ''ভারতীয় সিনেমায় এহেন চুরির ঘটনা নতুন নয়।'' কেউ বলছেন, ''এখন আর বলে কী লাভ! তবুও ভালো এই ছবিতে অরিজিতের কণ্ঠে অন্তত একটি অরিজিন্যাল গান রয়েছে।''
যদিও এই নিয়ে সিনেমা নির্মাতাদের থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন