
করোনা মহামারিতে হাজার হাজার আটকে পড়া পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছিলেন অভিনেতা সোনু সুদ। সাধারণ মানুষের একাধিক বিপদে পাশে দাঁড়িয়েছিলেন তিনি। হয়ে উঠেছিলেন 'গরীবের মসিহা'। এবার সেই সোনু সুদের নাম জড়াল আর্থিক জালিয়াতির মামলায়। ১০ লক্ষ টাকার জালিয়াতির ঘটনায় অভিনেতার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে লুধিয়ানা আদালত।
জানা যাচ্ছে, লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না জালিয়াতির মামলাটি করেছেন। তবে মূল অভিযুক্ত মোহিত শুক্ল নামে এক ব্যক্তি। অভিযোগ, ওই ব্যক্তি আইনজীবীকে ভুয়ো বিনিয়োগ প্রকল্পে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে বলেছিলেন। সেই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য সোনু সুদকে আদালতে তলব করা হয়। কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন।
এরপরেই অভিনেতার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে লুধিয়ানা আদালতের বিচারপতি রমনপ্রীত কৌর। বিচারক মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা থানার অফিসার ইনচার্জকে সোনু সুদকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
এই প্রসঙ্গে সোনু জানিয়েছেন, “একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। সমাজমাধ্যমে যা চলছে সেগুলি অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত করা হয়েছে। আমাকে মাননীয় আদালত থেকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়েছিল মাত্র। আমার সরাসরি কোনও সংযোগ নেই ঘটনার সঙ্গে। এই নিয়ে বিশদে বিবৃতি দেওয়া হবে আমার আইনজীবীর পক্ষ থেকে”।
গ্রেফতারী পরোয়ানা জারির কয়েকদিন আগে গত সোমবার অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সাথে দেখা করেন সোনু সুদ। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা জোরদার করার জন্য চারটি অ্যাম্বুলেন্স দান করেন।
সোনু সুদকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘ফতেহ’ ছবিতে। সেখানে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন। সোনু ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। গত ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে ছবিটি। এখনও পর্যন্ত ১২ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন