Hema Malini: খুব বড়ো ঘটনা নয়! কুম্ভে পদপিষ্ট নিয়ে বিজেপি সাংসদ হেমা মালিনীর মন্তব্যে বিতর্ক

People's Reporter: হেমা মালিনী বলেন, “অখিলেশ যাদবের কাজই হচ্ছে ভুল তথ্য দেওয়া। আমিও কুম্ভ ঘুরে এসেছি। যে ঘটনা ঘটেছে, সেটি খুব একটা বড় নয়। অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে”।
হেমা মালিনী
হেমা মালিনীফাইল ছবি সংগৃহীত
Published on

কুম্ভে পদপিষ্টের ঘটনা ‘অতটা বড় নয়’। ঘটনাটিকে ‘অতিরঞ্জিত করে বলা হচ্ছে’। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মন্তব্যের বিরদ্ধে পাল্টা আক্রমণ শানিয়ে একথা জানালেন মথুরার বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী। তারকা-সাংসদের এহেন মন্তব্যের পর শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা প্রসঙ্গে হেমা মালিনী বলেন, “অখিলেশ যাদবের কাজই ভুল তথ্য দেওয়া। আমিও কুম্ভ ঘুরে এসেছি। যে ঘটনা ঘটেছে, সেটি খুব একটা বড় নয়। অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে”। উল্লেখ্য, ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায় ‘শাহী স্নান’ করতে কুম্ভ মেলায় গিয়েছিলেন মথুরার বিজেপি সাংসদ।

পাশাপাশি, উত্তরপ্রদেশ সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে কুম্ভমেলা পরিচালনা করেছে বলেও দাবি করেন তিনি। সংবাদমাধ্যমে তিনি জানান, “খুব ভালোভাবে এই মহাকুম্ভ আয়োজন করা হয়েছে। বিপুল সংখ্যায় পুণ্যার্থী আসছেন পুণ্যস্নানে। বিশাল সমারোহ মসৃণ ভাবে পরিচালনা করতে যা যা করার দরকার তা-ই করছে উত্তরপ্রদেশ সরকার”। তারকা-সাংসদের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

লোকসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদসূচক প্রস্তাবে বক্তব্য রাখার সময় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ তুলেছেন, পদপিষ্টের ঘটনায় মৃত্যুর আসল সংখ্যা ‘আড়াল’ করা হয়েছে। তিনি এই বিষয়ে সর্বদলীয় বৈঠকে আলোচনারও দাবি জানিয়েছেন। তাঁর কথায়, “যাঁরা সত্যিটাকে লুকোতে চাইছেন, তাঁদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক”।

কুম্ভমেলা প্রসঙ্গে অখিলেশ যাদব বলেন, ধর্মীয় অনুষ্ঠানকে কাজে লাগিয়ে যে ভাবে সরকারের প্রচার করা হয়েছে তা নিন্দনীয়। সমাজবাদী পার্টির প্রধান প্রশ্ন তুলেছেন, তাঁরা কেন পদপিষ্টের মৃত্যুর প্রকৃত সংখ্যা দিতে পারছেন না।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা উপলক্ষ্যে ‘শাহী স্নান’ করতে বহু মানুষ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম ঘাটে ভিড় জমিয়েছিলেন। সেখানেই অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে পদপিষ্টের ঘটনা ঘটে। সরকারি সূত্র অনুযায়ী, এই ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ৬০। নিখোঁজ বহু। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা অনেক।

কংগ্রেস সভাপতি ও রাজ্যসভা সাংসদ মল্লিকার্জুন খাড়গে সহ বিরোধী নেতৃত্ব গতকাল সোমবার সংসদে কুম্ভমেলায় পদপিষ্ট হবার ঘটনার উল্লেখ করে প্রকৃত মৃতের সংখ্যা জানতে চান। মঙ্গলবার লোকসভায় সঙ্গমে-র ঘটনা নিয়ে বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

হেমা মালিনী
Stampede At Mahakumbh: হাসপাতালে একাধিক মৃত দেহ আনা হয়েছিল! ভয়াবহ দৃশ্যের বর্ণনা প্রত্যক্ষদর্শীদের
হেমা মালিনী
'অপরাধবোধ না থাকলে মৃতের সংখ্যা গোপন কেন হচ্ছে?' - মহাকুম্ভে বিপর্যয় নিয়ে সংসদে সরব অখিলেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in