
কন্নড় ভাষার উৎপত্তি হয়েছে তামিল ভাষা থেকে। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। অভিনেতার এহেন দাবির পরে ঐক্যবদ্ধ হয়ে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন কর্ণাটকের কংগ্রেস এবং বিজেপি।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কথায়, "কন্নড় ভাষার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এটি দুর্ভাগ্যের যে কমল তা জানেন না"। অন্যদিকে, অভিনেতাকে কটাক্ষ করে বিজেপি নেতা আর অশোকা কমল হাসানকে "মানসিক রোগী" বলে কটাক্ষ করেছেন।
'ঠাগ লাইফ' ছবির প্রচারে শনিবার চেন্নাইয়ের এক অনুষ্ঠানে গিয়েছিলেন কমল। কমলের সঙ্গে ছিলেন কন্নড় অভিনেতা শিবাজীকুমারও। সেখানে কমল বলেন, “তামিল হল আমার জীবন ও আমার পরিবার। আর অভিনেতা শিবাজীকুমার হলেন অন্য রাজ্যে থাকা আমার পরিবারের আর এক অংশ। তাই আজ তিনি এসেছেন। আর সেই জন্যই শুরুতে বললাম, তামিল ভাষা আমার পরিবার ও জীবন। আর আপনার (শিবাজীকুমার) ভাষা তামিল থেকেই জন্ম নিয়েছে। তাই আপনিও আমাদের মধ্যেই আছেন"।
অভিনেতার এই মন্তব্যের পর শুরু হয়েছে বিতর্ক। কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী এবং সাংস্কৃতিক কর্মীরা অভিনেতাকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। কর্ণাটকের বিরোধী দলনেতা আর অশোকা অভিনেতার বিরুদ্ধে বারবার কন্নড় ভাষা এবং কর্ণাটককে অসম্মান করার অভিযোগ এনে বলেন, “আমি সরকারকে অনুরোধ করব যে কর্ণাটকে কমলের সমস্ত ছবি বয়কট করা হোক। না হলে তিনি মানসিক রোগীর মতোই আচরণ করতে থাকবেন"।
এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বিআয়াই বিজয়েন্দ্র তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "শিল্পীদের প্রতিটি ভাষাকে সম্মান করার সংস্কৃতি থাকা উচিত। অহংকারের চরম শিখরে যাওয়া কমল, যিনি কন্নড়-সহ বিভিন্ন ভারতীয় ভাষায় অভিনয় করেছেন, তিনি এধরনের মন্তব্য করলেন। শুধমাত্র তামিল ভাষাকে মহিমান্বিত করার জন্যই তিনি এই কাজ করেছেন"।
উল্লেখ্য, এদিকে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন কমল হাসান। তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-র সমর্থনে রাজ্যসভায় যাচ্ছেন তিনি। আগামী ১৯ জুন তামিলনাড়ুতে ৬টি এবং আসামে ২টি রাজ্যসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে ক্ষমতাসীন ডিএমকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ৪টি আসনে। এই ৪টি আসনের মধ্যে ১টি আসন ছাড়া হবে কমল হাসানের জন্য।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন